ফিফথ রিপাবলিক মুভমেন্ট
অবয়ব
ফিফথ রিপাবলিক মুভমেন্ট | |
---|---|
নেতা | হুগো চাভেজ |
প্রতিষ্ঠা | ১৯৯৭ |
ভাঙ্গন | ২০০৭ |
একীভূত হয়েছে | ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা |
সদর দপ্তর | প্লাজা ভেনেজুয়েলা, কারাকাস |
ভাবাদর্শ | সমাজতন্ত্র বলিভারিয়ানবাদ |
আন্তর্জাতিক অধিভুক্তি | Foro de São Paulo |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ফিফথ রিপাবলিক মুভমেন্ট (ইংরেজি: Fifth Republic Movement; স্পেনীয়: Movimiento V [Quinta] República, MVR) ছিল ভেনিজুয়েলার একটি বামপন্থী, সমাজতান্ত্রিক রাজনৈতিক দল। এটি মূলত ভেনিজুয়েলার ১৯৯৮ সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজকে সমর্থনের উদ্দেশ্যে ১৯৯৭ সালে গঠিত হয়। "ফিফথ রিপাবলিক" কথাটি বোঝায় সে- ঘটনাকে যে ১৯৯৭ সালে ভেনিজুয়েলা প্রজাতন্ত্র ইতিহাসের চতুর্থ ছিলো এবং এই আন্দোলন উদ্দেশ্য নির্ধারণ করে প্রজাতন্ত্রকে সংবিধান সভার মাধ্যমে পুনর্গঠিত করা। ১৯৯৮ সালের নির্বাচনে জেতার পর, ১৯৯৯ সালে এটি ঘটে যা ১৯৯৯ সালে ভেনিজুয়েলার সংবিধানে নেতৃত্ব দেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ফিফথ রিপাবলিক মুভমেন্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।