সাহায্য:সম্পাদনার সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা)/৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরঞ্জাম চালুকরণ
কীভাবে সম্পাদনা সুবিধা চালু করবেন

সরঞ্জাম সংক্রান্ত
সরঞ্জাম কী ও কেন

লিঙ্ক ও উইকিলিঙ্ক
পাতা সংযুক্ত করুন

পরিবর্তন প্রকাশ
আপনার কাজ প্রকাশ করুন

নতুন নিবন্ধ তৈরি
একদম শুরু থেকে নিবন্ধ তৈরি

নিবন্ধ হালনাগাদ
বিদ্যমান নিবন্ধ উন্নত করুন

সারাংশ
এক নজরে যা শিখেছেন




উইকিপিডিয়ায় এমন অনেক নিবন্ধ আছে, যার কিছু তথ্য মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। উদাহরণস্বরূপ এমন কোনো চলচ্চিত্র হতে পারে, যা মুক্তি পেয়েছে কিন্তু নিবন্ধে "আসন্ন চলচ্চিত্র যা মুক্তি পাবে" হিসেবে লেখা রয়েছে। এ সকল নিবন্ধের তথ্য হালনাগাদ করা প্রয়োজন।


এক্ষেত্রে উক্ত নিবন্ধের যে অংশের তথ্য হালনাগাদ করতে চাইছেন, সেখানে গিয়ে "সম্পাদনা" অংশে ক্লিক করুন। এরপরে লেখার অংশটি দৃশ্যমান হবে, যেখানে মেয়াদোত্তীর্ণ তথ্যের বদলে হালনাগাদকৃত তথ্য প্রদান করুন। এ তথ্যের পাশে তথ্যসূত্র প্রয়োজন, অর্থাৎ যে উৎস থেকে তথ্যটি পেয়েছেন সেই উৎসকে (সংবাদমাধ্যম, বই ইত্যাদি) উল্লেখ করুন। "সম্পাদনা"তে ক্লিক করার পরে এভাবে সহজেই তথ্যসূত্র যুক্ত করতে পারবেন


ধরা যাক, লেখা রয়েছে:

  1. চলচ্চিত্রটি ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাবে।
  2. ২০২০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই দুইটি তথ্যই মেয়াদোত্তীর্ণ। এদের বদলে লিখতে হবে:

  1. চলচ্চিত্রটি ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিলাভ করে।
  2. ২০২০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে জো বাইডেন জয়লাভ করেন।[১]


নমুনা তথ্যসূত্র

  1. তথ্যসূত্র