বিষয়বস্তুতে চলুন

জোবাত রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোবাত রাজ্য
जोबत
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত জোবাত রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
৩৩৯ বর্গকিলোমিটার (১৩১ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৯৪৪৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী
১৯৪৮
উত্তরসূরী
ভারত

জোবাত রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ১১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাবর এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল জোবাত শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুর জেলায় অবস্থিত।[২] রাজ্যটি ৩৩৯ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিল ৯,৪৪৩ জন এবং ওই বছরই রাজ্যটির বার্ষিক গড় রাজস্বের পরিমাণ ছিল ২১,০০০ ভারতীয় মুদ্রা।[৩]

ইতিহাস[সম্পাদনা]

আলিরাজপুর রাজ্যের জায়গীর হিসাবে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে জোবাত জায়গীর প্রতিষ্ঠা লাভ করে৷ ১৮১৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ তৎপরতায় এটি দেশীয় রাজ্যের মর্যাদার উন্নীত হয়৷ রাজ্যের শাসকগণ ছিলেন রাঠোর রাজবংশের রাজপুত৷[৪] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভ ও ভারত ভাগের পর এই জোবাত রাজ্যের শেষ রাজার ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৫ই জুন তারিখে একীভূতকরণের দলিল স্বাক্ষরের মাধ্যমে এটি ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়।[৫] স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৫০ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।

শাসকবর্গ[সম্পাদনা]

জোবাত দেশীয় রাজ্যের রাজারা রাণা উপাধিতে ভূষিত হতেন৷ মাতুলক্রমে এই রাজ্যের উত্তরসূরী আবর্তিত হয়েছিলো৷[৬]

রাণা[সম্পাদনা]

  • রাণা বহরম দেব
  • রাণা কেশবদাস দেব
  • রাণা লূণকরণ দেব
  • ১৮৬৪ – ১৮৭৪ রণজিৎ সিং
  • ১৮৭৪ – ১৮৯৭ স্বরূপ সিং
  • ১৮৯৭ – মার্চ ১৯১৬ ইন্দ্রজিৎ সিং
  • ১৮ জুন ১৯১৭ – ১৫ আগস্ট ১৯৪৭ ভীম সিং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Imperial Gazeteer of India, v. 5, p. 223.
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Bhopawar"। ব্রিটিশ বিশ্বকোষ3 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 846। 
  3. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V08_153.gif
  4. Rajput Provinces of India - Jobat
  5. "Jobat (Princely State)"। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৪ 
  6. Princely States of India