বেঙ্গালুরু নগর জেলা
বেঙ্গালুরু নগর জেলা | |
---|---|
জেলা | |
ಬೆಂಗಳೂರು ನಗರ ಜಿಲ್ಲೆ | |
কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু নগর জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৫৮′১৩″ উত্তর ৭৭°৩৩′৩৭″ পূর্ব / ১২.৯৭০২১৪° উত্তর ৭৭.৫৬০২৯° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | কর্ণাটক |
সদর | বেঙ্গালুরু |
তালুক | বেঙ্গালুরু, কেঙ্গেরি, কৃষ্ণরাজপুরম, এলাহাঙ্কা, আনেকাল |
সরকার | |
• ডেপুটি কমিশনার | কে শ্রীনিবাস, আই.এ.এস |
আয়তন[১] | |
• মোট | ২,১৯৬ বর্গকিমি (৮৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৯৬,২১,৫৫১ |
• ক্রম | তৃতীয় (ভারত) |
• জনঘনত্ব | ৪,৪০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | কন্নড় |
• সহ-দাপ্তরিক | ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
যানবাহন নিবন্ধন |
|
বেঙ্গালুরু নগর জেলা, বা ব্যাঙ্গালোর আর্বান, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির উত্তর ও পূর্বদিকে রয়েছে বেঙ্গালুরু গ্রামীণ জেলা, পশ্চিম দিকে রয়েছে রামনগর জেলা এবং দক্ষিণ দিকে রয়েছে তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলা৷ ১৯৮৬ খ্রিস্টাব্দে পূর্বতন বেঙ্গালুরু জেলা দ্বিখণ্ডিত করে বেঙ্গালুরু নগর ও বেঙ্গালুরু গ্রামীণ জেলা দুটি গঠন করা হয়৷
বেঙ্গালুরু নগর জেলাতে রয়েছে পাঁচটি তালুক, সেগুলি হলো যথাক্রমে: উত্তর প্রান্তে বেঙ্গালুরু উত্তর বা বেঙ্গালুরু, দক্ষিণ প্রান্তে বেঙ্গালুরু দক্ষিণ বা কেঙ্গেরি এবং পূর্ব প্রান্তের তিনটি তালুক কৃষ্ণরাজপুরম, এলাহাঙ্কা এবং আনেকাল৷ রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরটি এই জেলাতেই অবস্থিত৷ এছাড়া জেলাটিতে রয়েছে ১৭ টি গ্রামপঞ্চায়েত (স্থানীয় ভাষায় হোব্লি), ৬৮৮ টি গ্রাম (স্থানীয় ভাষায় হাল্লি) এবং ৯ টি পৌরসংস্থা (স্থানীয় ভাষায় নগর নিগম) আছে৷ ইলেকট্রনিক সিটিটি আনেকাল তালুকে অবস্থিত৷
ভূগোল
[সম্পাদনা]আবহাওয়া
[সম্পাদনা]এখানকার আবহাওয়া বেশ মনোরম ও নাতিশীতোষ্ণ৷ পরিমিত সর্বনিম্ন তাপমাত্রা এখনো পর্যন্ত ১৬–১৮ °সে (৬১–৬৪ °ফা).
বেঙ্গালুরু-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৭ (৮১) |
২৯.৬ (৮৫.৩) |
৩২.৪ (৯০.৩) |
৩৩.৬ (৯২.৫) |
৩২.৭ (৯০.৯) |
২৯.২ (৮৪.৬) |
২৭.৫ (৮১.৫) |
২৭.৪ (৮১.৩) |
২৮ (৮২) |
২৭.৭ (৮১.৯) |
২৬.৬ (৭৯.৯) |
২৫.৯ (৭৮.৬) |
২৯ (৮৪) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১৫.১ (৫৯.২) |
১৬.৬ (৬১.৯) |
১৯.২ (৬৬.৬) |
২১.৫ (৭০.৭) |
২১.২ (৭০.২) |
১৯.৯ (৬৭.৮) |
১৯.৫ (৬৭.১) |
১৯.৪ (৬৬.৯) |
১৯.৩ (৬৬.৭) |
১৯.১ (৬৬.৪) |
১৭.২ (৬৩.০) |
১৫.৬ (৬০.১) |
১৮.৬ (৬৫.৫) |
বৃষ্টিপাতের গড় মিমি (ইঞ্চি) | ২.৭ (০.১১) |
৭.২ (০.২৮) |
৪.৪ (০.১৭) |
৪৬.৩ (১.৮২) |
১১৯.৬ (৪.৭১) |
৮০.৬ (৩.১৭) |
১১০.২ (৪.৩৪) |
১৩৭ (৫.৪) |
১৯৪.৮ (৭.৬৭) |
১৮০.৪ (৭.১০) |
৬৪.৫ (২.৫৪) |
২২.১ (০.৮৭) |
৯৬৯.৮ (৩৮.১৮) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ০.২ | ০.৫ | ০.৪ | ৩ | ৭ | ৬.৪ | ৮.৩ | ১০ | ৯.৩ | ৯ | ৪ | ১.৭ | ৫৯.৮ |
মাসিক সূর্যালোক ঘণ্টার গড় | ২৬৩.৫ | ২৪৮.৬ | ২৭২.৮ | ২৫৮ | ২৪১.৮ | ১৩৮ | ১১১.৬ | ১১৪.৭ | ১৪৪ | ১৭৩.৬ | ১৮৯ | ২১০.৮ | ২,৩৬৬.৪ |
উৎস ১: WMO[২] | |||||||||||||
উৎস ২: HKO (sun only, 1971–1990)[৩] |
জনতত্ত্ব
[সম্পাদনা]বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ৩,৯৪,৭৯৪ | — |
১৯১১ | ৪,২৮,২২৮ | +০.৮২% |
১৯২১ | ৪,৮০,৬৭৫ | +১.১৬% |
১৯৩১ | ৫,৯০,২১৮ | +২.০৭% |
১৯৪১ | ৭,৩৮,৩৯৩ | +২.২৭% |
১৯৫১ | ১২,৫৩,৫৪২ | +৫.৪৪% |
১৯৬১ | ১৪,৯৯,৩৩৩ | +১.৮১% |
১৯৭১ | ২১,৯৭,৩৪৭ | +৩.৯% |
১৯৮১ | ৩৪,৯৫,৫৬৬ | +৪.৭৫% |
১৯৯১ | ৪৮,৩৯,১৬২ | +৩.৩১% |
২০০১ | ৬৫,৩৭,১২৪ | +৩.০৫% |
২০১১ | ৯৬,২১,৫৫১ | +৩.৯৪% |
উৎস:[৪] |
২০০১ খ্রিস্টাব্দে জেলাটির মোট জনসংখ্যা ছিলো ৬৫,৩৭,১২৪ জন, যার ৮৮.১১ শতাংশই ছিলো নগরবাসী৷[৫] পরবর্তীকালে ২০১১ খ্রিস্টাব্দের ভারতের জনগণনা অনুসারে বেঙ্গালুরু নগর জেলার মোট জনসংখ্যা হয়ে দাঁড়ালো ৯৬,২১,৫৫১ জন,[৬] যা বেলারুশ রাষ্ট্রের জনসংখ্যার সাথে সমতুল্য৷ [৭] ফলে জেলাটি ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে তৃতীয় জনবহুল জেলার মর্যাদা পেয়েছে৷[৬] জেলাটির জনঘনত্ব ৪,৩৭৮ জন প্রতি বর্গকিলোমিটার (১১,৩৪০ জন/বর্গমাইল) .[৬] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪৭.১৮ শতাংশ৷[৬] জেলাটিতে প্রতি হাজার পুরুষে ৯১৬ জন নারী রয়েছেন এবং[৬] এখানে সর্বমোট সাক্ষরতার হার ৮৭.৬৭ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯১.০১ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৪.০১ শতাংশ৷ [৬]
মন্দির
[সম্পাদনা]- গাভী গঙ্গাধরেশ্বর মন্দির
- দোড্ড বসবনগুড়ি
- হলশূর সোমেশ্বর মন্দির
- ইসকন মন্দির বেঙ্গালুরু
- কোটে বেঙ্কটরমন মন্দির, বেঙ্গালুরু
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Bangalore (Bengaluru) District Population Census 2011, Karnataka literacy sex ratio and density
- ↑ "বেঙ্গালুরু"। World Meteorological Organisation। ৬ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১০।
- ↑ "Climatological Information for Bengalore, India"। Hong Kong Observatory। ১৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১১।
- ↑ Decadal Variation In Population Since 1901
- ↑ Census GIS India আর্কাইভইজে আর্কাইভকৃত ২৪ মে ২০১২ তারিখে
- ↑ ক খ গ ঘ ঙ চ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Belarus 9,577,552 July 2011 est.