বিষয়বস্তুতে চলুন

রামনগর জেলা

স্থানাঙ্ক: ১২°৪৩′ উত্তর ৭৫°১৭′ পূর্ব / ১২.৭১° উত্তর ৭৫.২৮° পূর্ব / 12.71; 75.28
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামনগর জেলা
কর্ণাটকের জেলা
ರಾಮನಗರ
রামনগর জেলার কূটাগল গ্রাম
রামনগর জেলার কূটাগল গ্রাম
Location in Karnataka, India
Location in Karnataka, India
স্থানাঙ্ক: ১২°৪৩′ উত্তর ৭৫°১৭′ পূর্ব / ১২.৭১° উত্তর ৭৫.২৮° পূর্ব / 12.71; 75.28
রাষ্ট্র ভারত
রাজ্যকর্ণাটক
সদররামনগর
তালুকরামনগর, চান্নপত্তন, কনকপুরা, মাগড়ি, হারোহাল্লি, কুণিগল, হুলিয়ুরদুর্গ, কোদিহাল্লি
সরকার
 • ডেপুটি কমিশনার এবং জেলাশাসকক্যাপ্টেন.ডঃ কে.রাজেন্দ্র, আইএএস
আয়তন
 • মোট৩,৫১৬ বর্গকিমি (১,৩৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৮২,৬৩৬
 • জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিককন্নড়, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৫৬২১৫৬
যানবাহন নিবন্ধনKA-42 (কেএ-৪২)
ওয়েবসাইটramanagara.nic.in

রামনগর জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রামনগর শহরে অবস্থিত৷

ইতিহাস

[সম্পাদনা]

২০০৭ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট পূর্বতন বেঙ্গালুরু গ্রামীণ জেলার [] পশ্চিম দিকেঅবস্থিত তৎকালীন রামনগর, চান্নপত্তন, কনকপুরা ও মাগড়ি তালুকগুলি একত্রিত করে নতুন রামনগর জেলা গঠন করা হয়৷

ভূগোল

[সম্পাদনা]
রামনগর অঞ্চলের মানচিত্র
রামদেবরবেতাতে অবস্থিত এই গুহাপথ ভারতীয় চলচ্চিত্র আ প্যাসেজ টু ইণ্ডিয়ার জন্য বানানো হয়েছিলো

রামনগর শহরটি রাজধানী বেঙ্গালুরু থেকে মোটামুটি ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত৷ জেলাটির গড় উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ৭৪৭ মিটার বা ২৪৫০ ফুট উচ্চতায় অবস্থিত৷ রামনগর পাহাড় থেকে পাথর খোঁদাইয়ের কাজের জন্য বিখ্যাত৷ জেলাটিতে পর্বতারোহনের বিখ্যাত কিছু ক্যাম্প রয়েছে এখানে সেগুলি হলো, সদরশহরে উপস্থিত রামদেবরবেতা,[] রামনগর থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত সাওনদুর্গ, রামনগর থেকে ১৫ কিলোমিটারে দূরে অবস্থিত শ্রী রেবন সিদ্ধেশ্বরবেতা এবং কাছাকাছি অবস্থিত তেঙ্গিনকলবেতা এবং রামনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাব্বলদুর্গ৷ জেলাটির অন্যতম বিখ্যাত পর্যটনস্থল হলো বিলিকল রঙ্গনাথস্বামীবেতা পাহাড়৷

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির পূর্বে রয়েছে বেঙ্গালুরু নগর জেলা, উত্তর-পূর্বে রয়েছে বেঙ্গালুরু গ্রামীণ জেলা, উত্তর-পশ্চিমে রয়েছে তুমকুর জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে মাণ্ড্য জেলা, দক্ষিণ দিকে রয়েছে চামরাজনগর জেলা এবং দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলা৷ []

জনতত্ত্ব

[সম্পাদনা]
ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.ব.প্র. ±%
১৯০১২,৬২,৮৪৩—    
১৯১১২,৮৮,২১৯+০.৯৩%
১৯২১৩,১১,৯৪৫+০.৭৯%
১৯৩১৩,৬৭,৫১৬+১.৬৫%
১৯৪১৪,১৫,২৩৩+১.২৩%
১৯৫১৫,১৫,৪১৩+২.১৮%
১৯৬১৫,৯৮,৩০১+১.৫%
১৯৭১৬,৮৩,২২১+১.৩৪%
১৯৮১৮,৪৩,৫০৯+২.১৩%
১৯৯১৯,৫৫,৬৬৯+১.২৬%
২০০১১০,৩০,৫৪৬+০.৭৬%
২০১১১০,৮২,৬৩৬+০.৪৯%
উৎস:[]

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে রামনগর জেলার মোট জনসংখ্যা ছিলো ১০,৮২,৬৩৬ জন,[] যা সাইপ্রাস দ্বীপরাষ্ট্রর[] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের জনসংখ্যার সাথে সমতুল্য৷ [] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলাটি জনসংখ্যার বিচারে ৪২১ তম স্থান দখল করেছে৷ [] জেলাটির জনঘনত্ব ৩০৩ জন প্রতি বর্গকিলোমিটার (৭৮০ জন/বর্গমাইল)৷ [] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ৫.০৬ শতাংশ৷ [] এখানে প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৭৬ জন৷[] জেলাটির মোট সাক্ষরতার হার ৬৯.২২ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৬.৭৬ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬১.৫০ শতাংশ৷ []

অর্থনীতি

[সম্পাদনা]
  • রামনগর শহরটি রেশমের বাজারের জন্য সিল্ক শহর নামে বিখ্যাত এবং সম্ভবত এটি এশিয়ার বৃহত্তম বাজার। বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এখানে রেশমগুটির ব্যবসা করেন‌ যা এই শহরটি কে রেশমগুটির আন্তর্জাতিক বাজারে পরিণত করেছে। গরে প্রত্যেকদিন প্রায় ৩৫ মেট্রিক টন রেশমগুটির লেনদেন চলে এই বাজারে।
  • রামনগর‌ শহরে প্রায় ৬০০ টি কুটির শিল্প কেন্দ্র রয়েছে। এছাড়া একাধিক স্বয়ংক্রিয় এবং বহুমুখী শিল্প সংস্থান রয়েছে।
  • রামনগর জেলায় রয়েছে বিদাদি শিল্প অঞ্চল, যা সমগ্র রাজ্যের সর্বপ্রথম স্থাপিত শিল্পক্ষেত্র। এখানে টয়োটা, কোকাকোলা প্রভৃতি কোম্পানির প্রস্তুতকারক কারখানা রয়েছে, এছাড়াও ১৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জটিল চক্রী গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ramanagar district will be made the best: Kumaraswamy"The Hindu। ২৪ আগস্ট ২০০৭। ২৪ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১০ 
  2. A Passage to India - locations Accessed December 2006
  3. https://www.mapsofindia.com/maps/karnataka/tehsil/
  4. Decadal Variation In Population Since 1901
  5. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  6. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১Cyprus 1,120,489 July 2011 est. 
  7. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০Rhode Island 1,052,567