বদরুন নেছা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বদরুন নেছা
রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি
কাজের মেয়াদ
২০২০ – ২০২১
পূর্বসূরীকাজী রওশন আক্তার
উত্তরসূরীমোমিনুর রশিদ আমিন
মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর
কাজের মেয়াদ
২৮ জানুয়ারি ২০১৯ – ৩০ ডিসেম্বর ২০১৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জুলাই ১৯৬২
নরসিংদী জেলা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

বেগম বদরুন নেছা (জন্ম: ১ জুলাই ১৯৬২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব যিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] এর আগে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।[২][৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বদরুন নেছা ১ জুলাই ১৯৬২ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

বদরুন নেছা ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন দায়িত্ব পালন সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক এবং এনজিও বিষয়ক ব্যুরোতে কাজ করেন। ২০১৬ সালের ২৭ নভেম্বর তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ২০১৯ সালের ২৮ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।[২]

২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ৩০ জুন সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন।[২][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. যুগান্তর রিপোর্ট (২ জানুয়ারি ২০২০)। "বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  2. "বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, বদরুন নেছা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ মার্চ ২০২০। ১৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০ 
  3. স্পেশাল করেসপন্ডেন্ট, ইসমাইল হোসেন (৮ মার্চ ২০২০)। "প্রশাসনে নারীর জয়: সচিব ১০, ডিসি ৮ জেলায়"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 
  4. "প্রজ্ঞাপন" (পিডিএফ)জনপ্রশাসন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩