হামিদাবাদ মহাবিদ্যালয়, জমাদারহাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হামিদাবাদ মহাবিদ্যালয়, জমাদারহাট
ধরনসরকারী
স্থাপিত১৬ নভেম্বর ১৯৭৯; ৪৪ বছর আগে (1979-11-16)
আচার্যমৌলনা পীর আব্দুল হামিদ খাঁ ভাষানী
অধ্যক্ষশাহাদত আলী (এম. এ.)
অবস্থান, ,
সংক্ষিপ্ত নামসাতসিয়া কলেজ
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি

হামিদাবাদ মহাবিদ্যালয়, জমাদারহাট (ইংরাজীঃ Hamidabad College, Jamadarhat) বিদ্যালয়টি ১৯৭৯ সালের ১৬ নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। আসামের ধুবুরী জেলার ব্রহ্মপুত্র নদ-এর দক্ষিণ পারের জমাদারহাট নামের স্থানটিতে এই মহাবিদ্যালয়টি অবস্থিত। মহাবিদ্যালয়টি পোরাভিটা বাজার থেকে আধ কিলোমিটার দূরে সাতসিয়া গাঁওতে অবস্থিত। ফকিরগঞ্জ থানা থেকে প্রায় ১০ কিলোমিটা দূরে (উত্তর-পশ্চিম মেরুত) অবস্থিত, টিক্রিকিল্লা বাজার (মেঘালয়) থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, লক্ষিপুর নগর থেকে পশ্চিম-উত্তর মেরুতে প্রায় ২৫ কিলোমিটার দূরে। হামিদাবাদ মহাবিদ্যালয়ের মোট আসনের সংখ্যা ৯০০টি। মহাবিদ্যালয়টিতে আর্টস ষ্ট্রিম (কলা শাখা) কোর্সগুলি পড়ানো হয়। সাথে একটি মেজর বিষয়ও বেছে নিতে হয়। আর্টসের বাইরে এই মহাবিদ্যালয়টিতে বিজ্ঞান তথা অর্থনীতির বিষয়সমূহ নেওয়ার সুবিধা নেই। এই মহাবিদ্যালয়টি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীন।

ইতিহাস[সম্পাদনা]

এই মহাবিদ্যালয়টি ১৯৭৯ সালের ১৬ নভেম্বর তারিখে মৌলানা পীর আব্দুল হামিদ খান ভাসানী সাহেব এই অঞ্চলের শিক্ষার উন্নতির জন্য স্থাপন করেছিলেন। কলেজটি স্থাপন হওয়ার পরপরই দীর্ঘদিন ধরে সরকারীকরণ হওয়া ছিল না। অবশেষে দীর্ঘদিন পরে মহাবিদ্যালয়টি ০১/০১/২০১৩ সাল থেকে আসাম সরকার কর্তৃক প্রবর্তিত হয়েছে, এটি মহাবিদ্যালয়ের শুভাকাংক্ষীদের জন্য অপরিসীম আনন্দ এবং গৌরবের কথা।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. LIST OF COLLEGES AFFILIATED TO THE GAUHATI UNIVERSITY ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (AS ON to 31.10. 2016) Page No: 5