শীবা চাড্ডা
শীবা চাড্ডা | |
---|---|
জন্ম | ১৯৭২ (বয়স ৫১–৫২) |
মাতৃশিক্ষায়তন | হাঁস রাজ কলেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৮–বর্তমান |
শীবা চাড্ডা (জন্ম: ১৯৭২) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী।[১]
শীবা ১৯৭২ সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেছেন[২] এবং সেখানেই তিনি তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি দিল্লিতে থাকাকালীন মঞ্চ নাটকের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন এবং মঞ্চ নাটকের বেশ কয়েকটি ওয়ার্কশপে অংশগ্রহণ করা শুরু করেছিলেন।[৩] তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হাঁস রাজ কলেজ থেকে ইংরেজি সাহিত্য বিভাগ হতে স্নাতক সম্পন্ন করেছেন।[৪]
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বলিউড চলচ্চিত্র দিল সে.. -এ অভিনয়ের মধ্য দিয়ে শীবা চাড্ডা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। অতঃপর শীবা বেশ কয়েক বছর ধরে, হাম দিল দে চুকে সনম (১৯৯৯), পারজানিয়া (২০০৭), দিল্লি ৬ (২০০৯), লাক বাই চান্স (২০০৯) এবং তালাশ (২০১২)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৫] ২০১১ সালে অভিনেতা ঋতুরাজ সিংয়ের সাথে তিনি প্রকাট হেট ইয়াদ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রটি ফ্লোরেন্স ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের রিভার টু রিভার-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শ্রোতাদের ভোটে পুরস্কার অর্জন করেছিল।[১] ২০১২ সালে তালাশ নামক হিন্দি চলচ্চিত্রে তিনি নির্মলা নামক একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন; উক্ত চলচ্চিত্রে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ২০১৫ সালে তিনি শরত কাতারিয়ার দম লাগা কে হায়শা-এ নায়ন তারা তিওয়ারী (বুয়াজী)-এর চরিত্রে অভিনয় করেছিলেন; যেটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।
২০০২ সালে জি টিভিতে প্রচারিত লাভ ম্যারেজ নামক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে তিনি টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। তারপরে ২০০৭ সালে তিনি কস্তুরিয়া-এ একজন স্বনামধন্য ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে পুনরায় টেলিভিশন জগতে ফিরে আসেন।[২] অতঃপর তিনি না আনা ইস দেশ লাডো (২০০৯-১২), কিতনি মহব্বত হ্যায় (২০০৯), কাহানী সাত ফেরো কি (২০০৭), লাভ ম্যারেজ (২০০১-১৩) এবং লাখো মে এক (২০১২)-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৩] ২০১২ সালের জুন মাসে, তিনি জি টিভিতে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক হিটলার দিদি-এ অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন; যেখানে তিনি দুলারী চরিত্রে অভিনয় করেছিলেন।[৬]
২০০৭ সালে, তিনি রজত কাপুরের সি ক্লাউন নামক একটি মঞ্চ নাটক অভিনয় করেছেন।[২] অতঃপর তিনি ২০১০ সালে অতুল কুমারের দ্য ব্লু মগ-এ অভিনয় করেছেন; যেখানে তিনি রজত কাপুর, মুনিশ ভরদ্বাজ, বিনয় পাঠক, কঙ্কনা সেন শর্মা এবং রণবীর শুরের সাথে অভিনয় করেছেন।[৭] তিনি বর্তমানে একটি ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন ধারাবাহিক দ্য পার্মানেন্ট রুমমেটস-এ অভিনয় করছেন, যেটি দ্য ভাইরাল ফিভারের (টিভিএফ) ব্যানারে নির্মিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Dipti Nagpaul D'souza (১৫ মার্চ ২০১২)। "Language no bar"। Indian Express। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
..renowned theater artiste Sheeba Chaddha
- ↑ ক খ গ Kimi Dangor (১১ জুন ২০০৭)। "Back with a bang: Sheeba Chadha"। India Today। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- ↑ ক খ "Sheeba's brotherly love!"। The Times Of India। ৬ অক্টোবর ২০১১। ১৭ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- ↑ "Sheeba Chadha — artist details"। MumbaiTheatreGuide। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- ↑ "Essaying conflicts"। The Hindu। ১১ ফেব্রু ২০১০। ১৭ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- ↑ "Sheeba Chaddha enters Hitler Didi"। Sify.com News। ১৯ জুন ২০১২। ১৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- ↑ Piyasree Dasgupta (৩১ মার্চ ২০১০)। "Memory Central"। Indian Express। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শীবা চাড্ডা (ইংরেজি)
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- হিন্দি টেলিভিশনের অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় মঞ্চ অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- দিল্লির অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- ১৯৭৩-এ জন্ম
- ভারতীয় ধারাবাহিক নাটকের অভিনেত্রী