সমীক্ষা ভটনাগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমীক্ষা ভটনাগর
২০১৭ সালে সমীক্ষা ভটনাগর
জন্ম
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১১-বর্তমান

সমীক্ষা ভটনাগর হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ২০১৪ সাল পর্যন্ত স্টার প্লাস এবং জি টিভিতে বিভিন্ন হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি তাঁর অভিনীত বেশিরভাগ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মধুর ভান্ডারকরের ক্যালেন্ডার গার্লস এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন, এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউড জগতে অভিষেক করেছেন।[১] অতঃপর ২০১৭ সালে তিনি ববি দেওলের বিপরীতে শ্রেয়াস তালপাড়ে পরিচালিত চলচ্চিত্র পোস্টার বয়েজে সুরজ মুখী চরিত্রে অভিনয় করেছিলেন; এই চলচ্চিত্রে তিনি প্রথমবারের মতো কোন বড় অভিনেতার বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সমীক্ষা ভটনাগর ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তাঁর শৈশব অতিবাহিত করেছেন। তিনি শৈশব থেকেই শাস্ত্রীয় কত্থক নৃত্য এবং শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। একই আবেগের সঙ্গে, নৃত্য নিয়ে কিছু করতে, তিনি দিল্লিতে চলে আসেন। এটিকে তিনি তাঁর জীবনের একটি শিক্ষার স্তর হিসাবে বিবেচনা করেন এবং এই সময়ে তিনি যে সকল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তার কারণে তিনি এই সময়কালকে স্বর্ণকাল হিসেবে আখ্যায়িত করেন। তিনি ২০০৮ সালে প্রধান নৃত্য পরিচালক হিসাবে একটি নৃত্য একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ২০১০ সাল পর্যন্ত কার্যকর ছিল।

টেলিভিশন[সম্পাদনা]

শাস্ত্রীয় নৃত্য নিয়ে দিল্লিতে কাজ অন্বেষণের পরে, সমীক্ষা মুম্বইতে অভিনয়ের জন্য সুযোগ খুঁজছিলেন। তিনি নৃত্যের পাশাপাশি একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি জি টিভি এবং স্টার প্লাসে প্রচারিত বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেন। তিনি স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক এক বীর কি আরদাস... বীরায় মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন।[৪] অতঃপর তিনি কালার্স টিভিতে প্রচারিত উত্তরণ,[৫] লাইফ ওকেতে প্রচারিত দেবোঁ কে দেব... মহাদেব,[৬] সনি সাবে প্রচারিত বাল বীর এবং জি টিভিতে প্রচারিত কুমকুম ভাগ্যের[৭] মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ তাঁকে বলিউডের জগতেও নিয়ে গিয়েছিল। ২০১৫ সালে তিনি মধুর ভান্ডারকরের ক্যালেন্ডার গার্লসে একটি বিশেষ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এই চলচ্চিত্রে তিনি একজন ব্যবসায়ী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যা সমালোচকদের দ্বারা খুব প্রশংসিত হয়েছিল। এরপরে সমীক্ষা ভটনাগর শ্রেয়াস তালপাড়ে পরিচালিত পোস্টার বয়েজে শুটিং শেষ করেন, যেখানে তিনি সানি দেওল, ববি দেওলের পাশাপাশি শ্রেয়াস তালপাড়ের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এই চলচ্চিত্রে তিনি ববি দেওলের বিপরীতে সুরজ মুখীর চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি ২০১৭ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে মুক্তি পেয়েছিল।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Samiksha Bhatnagar & Madhur Bhandarkar. Sets of Calendar Girls"Mid Day 
  2. "Samiksha Bhatnagar Poster Boys" 
  3. "Samiksha Bhatnagar & Bobby Deol. Sets of Poster Boys" 
  4. "Samiksha Bhatnagar Veera Star Plus" 
  5. "Samiksha Bhatnagar Uttaran"। ২০ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  6. "Mandodari Mahadev Life Ok" 
  7. "Samiksha Kum Kum Bhagya" 
  8. "Poster Boys"Hindustan Times 

বহিঃসংযোগ[সম্পাদনা]