মুমতাহিনা টয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুমতাহিনা টয়া
২০১৯ সালের টয়া
জন্ম
মুমতাহিনা চৌধুরি টয়া

(1991-04-24) ২৪ এপ্রিল ১৯৯১ (বয়স ৩২)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাহলিক্রস কলেজ
মাতৃশিক্ষায়তনইস্টার্ন ইউনিভার্সিটি
পেশা
কর্মজীবন২০১০-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
বাঙালি বিউটি
দাম্পত্য সঙ্গীসায়েদ জামান শাওন (বি. ২০২০)

মুমতাহিনা চৌধুরী টয়া (জন্ম: ২৪ এপ্রিল, ১৯৯১) একজন বাংলাদেশী মডেল, নৃত্যশিল্পী এবং টেলিভিশন অভিনেত্রী, যিনি মূলত বাংলা ভাষার বিভিন্ন টেলিভিশন নাটক এবং ধারাবাহিকগুলিতে কাজ করে থাকেন, তিনি অনেক বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০১০ সালে তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুমতাহিনা টয়া ১৯৯১ সালের ২৪ শে এপ্রিল রাঙ্গামাটিতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পারিবারিক নাম মুমতাহিনা চৌধুরী টয়া, তবে তিনি টয়া নামেই বহুল পরিচিত। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা একজন স্কুল শিক্ষিকা।[২] দু'বোনের মাঝে টয়া ছোট।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিতা। তিনি তার প্রেমিক অভিনেতা সায়েদ জামান শাওন-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণের সময় শাওনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তার।[৩] ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি শাওনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

টয়া ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন এবং মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। রুমানা রশিদ ঈশিতা পরিচালিত অদেখা মেঘের কাব্য নাটকের মাধ্যমে তার অভিনয়ের জীবন শুরু হয়েছিল।[৫] পরবর্তীতে তিনি অনেক টেলিভিশন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও তিনি অনেক ভিডিও গানেও কাজ করেছেন। টয়া "লা রিভ"-এর একজন ব্র‍্যান্ড প্রতিনিধি।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য সূত্র
২০১৮ বাঙালি বিউটি ময়না ইফতেখার রাহশান নূর চলচ্চিত্রে অভিষেক [৬]

নাটক ও টেলিফিল্ম[সম্পাদনা]

  • অদেখা মেঘের কাব্য
  • লাবণী (২০২১) (টেলিফিল্ম)

পুরস্কার এবং সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'দারুণ লাগে স্বপ্ন দেখতে'"দৈনিক প্রথম আলো। ২০১২-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪ 
  2. "বদলে যাওয়া টয়া"দৈনিক প্রথম আলো। ২০১৮-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  3. "বিয়ে করলেন টয়া"আরটিভি। ২০২০-০৩-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  4. "শর্টফিল্ম করতে গিয়ে বন্ধুত্ব, পারিবারিকভাবে বিয়ে টয়া–শাওনের"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "টয়া কাহিনী"দৈনিক জনকন্ঠ। ২০১৫-১১-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 
  6. "বেঙ্গলি বিউটি নিয়ে যা বললেন টয়া"দৈনিক যুগান্তর। ২০১৮-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]