যতীন্দ্র লাল ত্রিপুরা
অবয়ব
যতীন্দ্র লাল ত্রিপুরা | |
---|---|
খাগড়াছড়ি আসনের বাংলাদেশ সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১২ | |
পূর্বসূরী | ওয়াদুদ ভূইয়া |
উত্তরসূরী | কুজেন্দ্র লাল ত্রিপুরা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৮ জুলাই ১৯৪৭ খাগড়াছড়ি, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
যতীন্দ্র লাল ত্রিপুরা (জন্ম ২৮ জুলাই ১৯৪৭) আওয়ামী লীগের একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।[১] তিনি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদেরও সাবেক সভাপতি।
কর্মজীবন
[সম্পাদনা]তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৫ অক্টোবর ১৯৯৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০০২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ১,২২,৭৫০ ভোট (৪৩.৯%) পেয়ে পার্বত্য খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[২] তিনি ২০০৯ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 'ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের পুনর্বাসন ও আভ্যন্তরীণ উদ্বাস্তু সুনির্দিষ্টকরণ বিষয়ক টাস্কফোর্স'-এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি। বাংলাদেশ সংদস। ৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৫।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "টাস্কফোর্স'র চেয়ারম্যান পদে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।