আবদুস সালাম (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনিস্টার
আবদুস সালাম
পূর্ব পাকিস্তানের রাজস্ব ও ভূমি প্রশাসন মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৫৪ – ১৯৬২
ব্রিটিশ ভারতের আসাম এসেম্বলির সদস্য (এমএলএ)
কাজের মেয়াদ
১৯৩৭ – ১৯৪৬
পূর্ব পাকিস্তানের এমপিএ (সংসদ সদস্য)
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০৬-০১-১১)১১ জানুয়ারি ১৯০৬
সোনাপুর গ্রাম, কানাইঘাট, সিলেট জেলা, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১০ মে ১৯৯৯(1999-05-10) (বয়স ৯৩)
সিলেট
নাগরিকত্বব্রিটিশ ভারত(১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান(১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ মুসলিম লীগ

আবদুস সালাম (জন্ম: ১১ জানুয়ারি ১৯০৬ - মৃত্যু: ১০ মে ১৯৯৯) যিনি সালাম মিয়া মিনিস্টারমিনিস্টার আব্দুছ সালাম নামেও পরিচিত ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের আসাম এসেম্বলির সদস্য (এমএলএ) ও পূর্ব পাকিস্তানের এমপিএ (সংসদ সদস্য) ও প্রাদেশিক সরকারের রাজস্ব ও ভূমি প্রশাসন মন্ত্রী ছিলেন।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

মিনিস্টার আব্দুস সালাম ১১ জানুয়ারি ১৯০৬ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার কানাইঘাটের সোনাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সী হাজীর আলী ও মাতা আলেকজান বেগম। তিনি ১৯১৮ সালে বীরদল পাঠশালায় শিক্ষা জীবন শুরু করে ১৯২২ সালে কানাইঘাট গভর্নমেন্ট এম,ই, স্কুলে ভর্তি হন। ১৯৩১ সালে ঝিংগাবাড়ী হাই মাদ্রাসা থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। ১৯৩৩ সালে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে আইএ ও ১৯৩৬ সালে বিএ পাস করেন। ১৯৩৬ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হতে এম,এ এবং আইন বিভাগে ডিগ্রি অর্জন করেন।[২][৩][৪]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯ জানুয়ারি ১৯৩৭ সালে ৩১ বৎসর বয়সে ছাত্র অবস্থায় আসাম এসেম্বলির (প্রাদেশিক ব্যবস্থাপক সভায়) এমএলএ নির্বাচিত হন। ১৯৩৭ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত আসাম এসেম্বলির সদস্য (এমএলএ) ছিলেন। ১৯৫৪ সালে সিলেট জেলা মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৫৭ সালে কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার নির্বাচনী এলাকা থেকে মুসলিম লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের উপর্বাচনে জয়লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের রাজস্ব ও ভূমি প্রশাসন মন্ত্রী নিযূক্ত হন। ১৯৭৯ সালের নির্বাচেনে মুসলিম লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৬ সালে বাংলাদেশ মুসলিম লীগ সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হন।[২][৩][৫]

মৃত্যু[সম্পাদনা]

১৯৯৯ সালের ১০ মে ৯৩ বছর বয়সে সিলেটে মৃত্যুবরণ করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মিনিস্টার আব্দুস সালাম (৩ অক্টোবর ২০১৯)। "প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯ 
  2. "কানাইঘাটের কৃতি সন্তান 'মিনিস্টার আব্দুস সালাম' স্মরণে"দৈনিক বিজয়ের কণ্ঠ। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯ 
  3. "মিনিস্টার আব্দুস সালাম : সোনাপুর গ্রামের খাঁটি সোনা"সোনার সিলেট ডটকম। ১৫ মে ২০১৮। ২৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯ 
  4. "কানাইঘাটের মিনিস্টার আব্দুস সালামের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের স্মরণে"bd24report.com। ২০১৯-০৫-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৫ 
  5. "সিলেট-৫: একাল সেকাল"sylhetreport.com। ২৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯