বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
মনোগ্রাম
সংক্ষেপেবাডাস
গঠিত১৯৫৬
সদরদপ্তরঢাকা,  বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা ভাষা
ওয়েবসাইটদাফতরিক ওয়েবসাইট

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাংলাদেশের একটি অলাভজনক চিকিৎসা সংস্থা। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত [১][২] অধ্যাপক একে আজাদ খান সমিতির বর্তমান সভাপতি। এটিকে সংক্ষেপে বলা হয় বাডাস। [৩]

ইতিহাস[সম্পাদনা]

বাডাস ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে বাংলাদেশের জাতীয় অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটি বহির্মুখী ক্লিনিক হিসাবে সেগুন বাগিচায় শুরু হয়েছিল। ১৯৮০ সালে এটি ডায়াবেটিস রোগীদের উপর একটি বিশেষজ্ঞ গবেষণা হাসপাতাল বারডেম প্রতিষ্ঠা করে। সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি আঞ্চলিক সহযোগী কেন্দ্র। [১] এটির ৮০ টিরও বেশি স্থানীয় কেন্দ্রের উপস্থিতি রয়েছে। এটি ডায়াবেটিস রোগীদের সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং চিকিৎসার পরামর্শ এবং স্ক্রিনিং সরবরাহ করে। [৪][৫]

কার্যক্রম[সম্পাদনা]

দক্ষিণ-পূর্ব এশিয়ার ডায়াবেটিস গবেষণার জন্য ড্যাব হ'ল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সহযোগী কেন্দ্র। হাসপাতালটি প্রতিদিন প্রায় ৩০০ জন বহিরাগত রোগীদের সেবা দেয়। এই সংস্থার সাথে সম্পর্কিত রয়েছে প্রায় ৩১০ জন চিকিৎসক, ১৭১ জন প্যারামেডিকস এবং ৫২৩জন নার্স। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় দক্ষ জনশক্তি তৈরির জন্য বাংলাদেশ গবেষণা এবং পুনর্বাসন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। বারডেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অনুষদের অধীনে বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্য বিজ্ঞান বিভাগে এমফিল, এমডি, পিএইচডি, এবং এমএসের মতো ডিপ্লোমা এবং ডিগ্রি অর্জনের জন্য বিশেষ স্নাতকোত্তর কোর্স পরিচালনা করে থাকে। বাডাস নিয়ন্ত্রিত বারাডেমের বাংলাদেশের জেলা পর্যায়ের ৪২ টি শাখা রয়েছে,উপজেলা পর্যায়ে বাডাস অনুমোদিত "ডায়াবেটিস সমিতি " নামে উপশাখা রয়েছে যার মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা ও সচেতনতা মানুষের দোরগোড়ায় পৌছে যাচ্ছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রয়, বিপিন। "ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ"বাংলাপিডিয়া। Banglapedia। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 
  2. "Bangladesh skipper Mashrafe Bin Mortaza brand ambassador for diabetes awareness campaign"bdnews24.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 
  3. "Non-communicable disease result of tobacco: Experts"The Daily Star। ১৯ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 
  4. "Novo Nordisk to offer free diabetes screening on World Health Day"bdnews24.com। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 
  5. "Novo Nordisk helps Bangladesh step up fight against diabetes"The Daily Star। ১০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]