ব্রুনো সামারটিনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রুনো সামারটিনো
জন্ম নামব্রুনো লেওপল্ডো ফ্রান্সিসকো সামারটিনো[১]
জন্ম(১৯৩৫-১০-০৬)৬ অক্টোবর ১৯৩৫
পিযেফ্যারাতো, ইতালি
মৃত্যু১৮ এপ্রিল ২০১৮(2018-04-18) (বয়স ৮২)
পিটসবার্গ, পেনেসিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণমাল্টিপল অর্গান ফেইলার (হার্ট সমস্যার কারণে এই রোগ হয়ে থাকে)[২]
দাম্পত্য সঙ্গীক্যারোল সামারটিনো
(বি. ১৯৫৯)
সন্তান
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামব্রুনো সামারটিনো
কথিত উচ্চতা৫ ফু ১০ ইঞ্চি (১.৭৮ মি)[৩]
কথিত ওজন২৬৫ পা (১২০ কেজি)[৩][৪]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
এব্রুজ্জো, ইতালি[৫]
পিটসবার্গ, পেনেসিলভেনিয়া
প্রশিক্ষকএইচ ফ্রিম্যান
রেক্স পেরি[৩]
অভিষেক১৯৫৯
অবসর১৯৮৭

ব্রুনো লেওপল্ডো ফ্রান্সিসকো সামারটিনো[১] (অক্টোবর ৬,১৯৩৫ – এপ্রিল ১৮,২০১৮) একজন আমেরিকান পেশাদার কুস্তিগির ছিলেন, যিনি ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ,বর্তমানে ডাব্লিউডাব্লিউই) এ কুস্তি লড়ার জন্য বিখ্যাত ছিলেন। তিনি দুইবারে ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ১১ বছরেরও বেশি ধরে ছিলেন, (৪,০৪০ দিন), তিনি প্রথমবারে এটি ধরে রেখেছিলেন ২,৮০৩ দিন।

পরবর্তিতে "দ্যা ইতালিয়ান স্ট্রংম্যান"[৫] এবং "দ্যা স্ট্রংগেস্ট ম্যান ইন দ্যা ওয়ার্ল্ড" খেতাব জিতেছেন।[৬] ক্যারিয়ারের শেষের দিকে তাকে "জীবন্ত কিংবদন্তি" বলা হতো।[৩][৭] তাকে ২০১৩ সালে ডব্লিউডব্লিউই হল অফ ফেম এ জায়গা দেওয়া হয়।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ব্রুনো লেওপল্ডো ফ্রান্সিসকো সামারটিনো ইতালিতে অক্টোবর ৬,১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি তার সাত ভাইবোনের মধ্যে সবথেকে ছোট।যখন তার বয়স চার তার বাবা তাদেরকে নিয়ে পেনসেলভেনিয়া চলে আসেন। ১৯৫০ সালে, [৮]

যখন সামারটিনো আমেরিকায় চলে আসেন, ব্রুনো কয়েক বছর ইংরেজি বলতেন না। তিনি তার নিজেকে উপরে তুলতে ওয়েটলিফটিং এবং রেসলিং শুরু করেন। যার দরুন তিনি ১৯৫৬ সালের অলিম্পিকে ওয়েটলিফটিং দলে সুযোগ পান।

১৯৫৯ সালে সামারটিনো ৫৬৫ পাউন্ড ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েন, তিনি তার খারাপ কনুই এবং কব্জি নিয়ে এই রেকর্ডটি গড়েন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hornbaker, Tim (২০০৭)। National Wrestling Alliance: The Untold Story of the Monopoly That Strangled Pro WrestlingECW Press। পৃষ্ঠা 186–187। আইএসবিএন 978-1-55022-741-3 
  2. Meltzer, Dave (এপ্রিল ২৬, ২০১৮)। "APRIL 30, 2018 WRESTLING OBSERVER NEWSLETTER: THE STORY OF BRUNO SAMMARTINO CONTINUED"Wrestling Observer। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  3. Hornbaker, Tim (২০১২)। Legends of Pro Wrestling: 150 Years of Headlocks, Body Slams, and Piledrivers। Sports Publishing। আইএসবিএন 978-1613210758 
  4. Davies, Ross (২০০১)। Bruno Sammartino। Rosen Publishing Group। পৃষ্ঠা 23–24। আইএসবিএন 978-1435836259 
  5. Shields, Brian; Sullivan, Kevin (২০১২)। WWE Encyclopedia: Updated & ExpandedDK। পৃষ্ঠা 56–57। আইএসবিএন 978-0-7566-9159-2 
  6. Hornbaker, Tim (২০১৫)। Capitol Revolution: The Rise of the McMahon Wrestling EmpireECW Press। পৃষ্ঠা 212–213। আইএসবিএন 978-1-77041-124-1 
  7. Murphy, Jan (অক্টোবর ১, ২০১৪)। "Jim Myers: The man behind the Animal"SLAM! SportsCanoe.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৭, ২০১৬ 
  8. Pro wrestling legend Bruno Sammartino dies at 82, Los Angeles Times, April 18, 2018

বহিঃসংযোগ[সম্পাদনা]