জেনারেশন আমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনারেশন আমি
পরিচালকমৈনাক ভৌমিক
প্রযোজকমহেন্দ্র সোনি
শ্রীকান্ত মোহতা
চিত্রনাট্যকারমৈনাক ভৌমিক
কাহিনিকারমৈনাক ভৌমিক
শ্রেষ্ঠাংশেঋতব্রত মুখোপাধ্যায়
সৌরসেনি মৈত্র
অপরাজিতা আঢ্য
শান্তিলাল মুখোপাধ্যায়
সুরকারঅরিন্দম চ্যাটার্জি
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ২৩ নভেম্বর ২০১৮ (2018-11-23)
দেশভারত
ভাষাবাংলা

জেনারেশন আমি (লেখার শৈলীঃ Generation আমি) একটি ২০১৮ সালের মৈনাক ভৌমিক পরিচালিত, ঋতব্রত মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্র, অপরাজিতা আঢ্য অভিনীত বাংলা চলচ্চিত্র।[১] এটি এসভিএফ ফিল্মস দ্বারা প্রযোজিত।[২]

কাহিনী সারাংশ[সম্পাদনা]

জেনারেশন আমি চলচ্চিত্রটি একটি স্কুলের পড়ুয়া, অপুকে (ঋতব্রত মুখোপাধ্যায়) ঘিরে, যে তার মা (অপরাজিতা আঢ্য) ও বাবার (শান্তিলাল মুখার্জি) সঙ্গে কলকাতায় বসবাস করে। অপুর মা বাবা তাকে যেকোনো মধ্যবিত্ত বাঙালি মা-বাবার মতো ভালোবাসলেও অপুকে পড়াশুনো ও অন্যান্য বেশ কিছু ব্যাপারে কঠোর শাসনের মধ্যে রাখে। ফলস্বরূপ অপুর আত্মবিশ্বাস মার খায়। এই প্রেক্ষাপটে অপুর খুড়তুতো দিদি দুর্গা যখন তার মা বাবার চলমান বিবাহ-বিচ্ছেদ ও তার কিছু মানসিক চিকিৎসার প্রয়োজনে দিল্লি থেকে অপুদের বাড়ি আসে, তখন অপুর জীবনে এক নতুন বাঁক আসে। দুর্গার অদম্য ও উদ্ধত স্বভাব নিত্যদিন নতুন লড়াইয়ের মুখে পিষতে থাকা অপুর জন্য প্রেরণা হয়ে দাঁড়ায়। অন্যদিকে তীব্র বিষণ্ণতা ও বিভিন্ন মানসিক চিন্তায় ভুগতে থাকা দুর্গা, অপুর মধ্যে খুঁজে পায় একজন নির্ভরযোগ্য বন্ধুকে। গল্পটি তারপর এক অনির্দেশ্য বাঁক নিয়ে ফেলে।
অপু এবং দুর্গা এই দুই চরিত্রের নামগুলি কিংবদন্তি চলচ্চিত্র লেখক, পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৫৫ সালের বিখ্যাত বাংলা চলচ্চিত্র পথের পাঁচালী থেকে অনুপ্রাণিত।
চলচ্চিত্রের প্রতিটি গানের গীতিকার হলেন প্রসেন।[৩]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

জেনারেশন আমি
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৮
শব্দধারণের সময়২০১৮
স্টুডিওএসভিএফ ফিল্মস
ঘরানাসাউন্ডট্র্যাক
সঙ্গীত প্রকাশনীএসভিএফ মিউজিক
অরিন্দম চ্যাটার্জি কালক্রম
'ফিদা'
(২০১৮)
জেনারেশন আমি
(২০১৮)
জেনারেশন আমি থেকে একক গান
  1. "তোর সাথে"
    মুক্তির তারিখ: ২৮শে অক্টোবর ২০১৮
  2. "কাল সারা রাত"
    মুক্তির তারিখ: ২শরা নভেম্বর ২০১৮
  3. "গেনারেষণ আমি তায়তেম ট্র্যাক"
    মুক্তির তারিখ: ১৭ই নভেম্বর ২০১৮
  4. "ভুলে যেও"
    মুক্তির তারিখ: ২১শে নভেম্বর ২০১৮

সকল গানের গীতিকার প্রসেন; সকল গানের সুরকার অরিন্দম চ্যাটার্জি

ট্র্যাক তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িয়াদৈর্ঘ্য
১."তোর সাথে "প্রসেনঅরিন্দম চ্যাটার্জিসুদীপ্ত চৌধুরী৩:৫৪
২."কাল সারা রাত"প্রসেনঅরিন্দম চ্যাটার্জিঅরিন্দম চ্যাটার্জি৪:১০
৩."জেনারেশন আমি টাইটেল ট্র্যাক"প্রসেনঅরিন্দম চ্যাটার্জিঅরিন্দম চ্যাটার্জি৩:০১
৪."ভুলে যেও"প্রসেনঅরিন্দম চ্যাটার্জিঅমৃতা সিংহ৩:৫৮

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০১৮ সালের ২৩শে নভেম্বর দেশব্যাপী মুক্তি পায়। দর্শকবৃন্দ তথা সমালোচকদের কাছে এই চলচ্চিত্রটি একইভাবে গ্রহণযোগ্য হয়।[৪][৫] অর্থনৈতিকভাবে বক্স অফিসে মাঝারিভাবে ভালো করলেও, মুক্তি পাবার প্রথম সপ্তাহে জেনারেশন আমি শীর্ষস্থানীয় চলচ্চিত্র হিসাবে জায়গা কায়েম করে।[৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Generation Ami movie review: A diverse, seasoned ensemble cast elevates Mainak Bhaumik's narrative"Firstpost। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  2. "'জেনারেশন আমি'র ট্রেলার মুক্তি পেল"NDTV সিনেমা। ২৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  3. "Generation Aami"bookmyshow.comBookMyShow। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৯ 
  4. "GENERATION AAMI MOVIE REVIEW"TimesofIndia। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮ 
  5. "Generation Aami Movie Review: A Film That Is Heartwarming And Pathos-filled In Equal Measure"Filmcompanion। ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  6. "মৈনাক আমাকে ভেবেই 'জেনারেশন আমি'-র চরিত্রটা লিখেছে: অপরাজিতা আঢ্য"ফেমিনা বাংলা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮ 
  7. "দুই প্রজন্মের ফারাক থেকেই তৈরি হল 'জেনারেশন আমি'"IE বাংলা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]