বিষয়বস্তুতে চলুন

আবাবিল (অলৌকিক পাখি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবাবিল (আরবি: أبابيل, প্রতিবর্ণীকৃত: abābīl) হল ইসলাম ধর্মের মূলগ্রন্থ কুরআনের সূরা ফীলে বর্ণিত এক অলৌকিক পাখি, যা কাবা ধ্বংস করতে আসা আকসুম রাজ্যের রাজা আবরাহার হস্তিবাহিনীকে ক্ষুদ্র কঙ্করাঘাতে ধ্বংস করেছিল বলে মুসলিমরা বিশ্বাস করে।[]

কুরআনে পাখিটি বোঝাতে "তইরন আবাবিল" (طَيْرًا اَبَابِيلَ) শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে এবং বাংলায় শব্দগুচ্ছটি অনুবাদ করা হয়েছে ঝাঁকে ঝাঁকে পাখি হিসেবে।[]

আবাবিল পাখি কর্তৃক আবরাহার হস্তিবাহিনী ধ্বংস হয়েছিল নবী মুহাম্মাদের জন্মগ্রহণের পঞ্চাশ/পঞ্চান্ন দিন পূর্বে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Yusuf Ali, Abdullah (১৯৮৯)। The Meaning of the Holy Qur'an। Amana Publications। আইএসবিএন 978-1-5900-8016-0 
  2. "তুরস্কের আকাশে পবিত্র কুরআনের আবাবিল পাখি"www.iqna.ir। ২২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯ 
  3. "লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক"জনকণ্ঠ। ১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯