ব্যবহারকারী আলাপ:Rahatadnan17

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, যা আপনি এই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিবন্ধে করেছেন, তবে আপনাকে উইকিপিডিয়া সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৯, ১৪ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি একটি সুস্পষ্ট মিথ্যা তথ্যকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কেন? কেন আপনি সঠিক তথ্যসূত্র দেয়ার পরেও আমার সম্পাদনা বারবার পরিবর্তন করছেন? উইকিপিডিয়া প্রশাসক হয়ে ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করা কোন পর্যায়ের নৈতিকতার মধ্যে পড়ে?Rahatadnan17 (আলাপ) ০৬:৪৩, ১৮ মে ২০১৯ (ইউটিসি) রাহাত[উত্তর দিন]

সম্পাদনা বাতিলের বিজ্ঞপ্তি[সম্পাদনা]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাতায় আপনার করা এক বা একাধিক সম্পাদনা বাতিল কিংবা অপসারণ করা হয়েছে, কারণ আপনি প্রথম আলোর যে ওয়েবলিংক ( http://www.prothom-alo.com/detail/date/2010-04-28/news/59712 ) তথ্যসূত্র হিসেবে দিয়েছিলেন তা রাশিফল বিষয়ের! আর অন্য তথ্যসূত্রগুলোতে এবিষয়ে স্পষ্ট কোনো লেখা খুঁজে পাইনি।। — Ahmad ০৯:৩৫, ২১ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেয়ার জন্য ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}।  ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৫, ২১ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]