কৃষ্ণা বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃষ্ণা বসু
লোকসভার সাংসদ
কাজের মেয়াদ
১৯৯৬-২০০৪
পূর্বসূরীমালিনী ভট্টাচার্য
উত্তরসূরীসুজন চক্রবর্তী
সংসদীয় এলাকাযাদবপুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩০-১২-২৬)২৬ ডিসেম্বর ১৯৩০
ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২২ ফেব্রুয়ারি ২০২০(2020-02-22) (বয়স ৮৯)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (১৯৯৮-২০০৪)
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৯৬-১৯৯৮)
দাম্পত্য সঙ্গীশিশির কুমার বসু
বাসস্থানকলকাতা
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
ভাটখন্দ সঙ্গীত ইনস্টিটিউট
জীবিকারাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ
ধর্মহিন্দু
ওয়েবসাইটব্যক্তিগত ওয়েবসাইট

কৃষ্ণা বসু (জন্ম ২৬ ডিসেম্বর ১৯৩০ - মৃত্যু ২২ ফেব্রুয়ারি ২০২০) একজন ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সংসদ সদস্য।[১] তিনি কলকাতা সিটি কলেজে ৪০ বছর শিক্ষকতা করেন এবং পরে ৮ বছর অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রারম্ভের জীবন এবং পটভূমি[সম্পাদনা]

কৃষ্ণা বসু ২৬ ডিসেম্বর, ১৯৩০-এ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছেন চারু সি. চৌধুরী জন্ম(কিশোরগঞ্জ) এবং মাতা ছায়া দেবী চৌধুরানী। তার পিতা ছিলেন সাংবিধানিক অধ্যয়ন বিশেষজ্ঞ এবং পশ্চিম বঙ্গীয় আইন পরিষদের সচিব। ১৯৫৫ সালের ৯ ডিসেম্বর তিনি শিশির কুমার বসুকে বিয়ে করেন এবং তাদের দুই পুত্র, সুমন্ত্র বসু, সুগত বসু এবং এক কন্যা শর্মিলা বসু। শিশির বসু শরৎ চন্দ্র বসুর পুত্র, সুভাষ চন্দ্র বসুর বড় ভাই।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর বি.এ ও এম.এ ডিগ্রী লাভ করেন। ভাটখন্দ সঙ্গীত ইনস্টিটিউট, লখনউ, উত্তর প্রদেশ থেকে সম্মানিত সঙ্গীত-বিশারদ ডিগ্রী লাভ করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি কলকাতা সিটি কলেজে ৪০ বছর শিক্ষকতা করেন, যেখানে তিনি ইংরেজি বিভাগের প্রধান ছিলেন এবং আট বছরের জন্য কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি প্রথমবারের মতো ১৯৯৬-১৯৯৮ মেয়াদে ১১তম লোকসভার সাংসদ নির্বাচিত হন। তিনি ১২তম (১৯৯৮–১৯৯৯) এবং ১৩তম (১৯৯৯–২০০৪) লোকসভারও সদস্য ছিলেন।[২] তার তৃতীয় মেয়াদে, তিনি নিয়োজিত ছিলেন:[১]

  • চেয়ারপার্সন, পররাষ্ট্র বিষয়ক কমিটি
  • সদস্য, সাধারণ উদ্দেশ্য কমিটি
  • সদস্য, পেটেন্টের যৌথ কমিটি (দ্বিতীয় সংশোধনী) বিল, ১৯৯৯
  • সদস্য, অফিসিয়াল ভাষা কমিটি[১]

সক্রিয়তা এবং অর্জন[সম্পাদনা]

বসু সক্রিয়ভাবে জনস্বার্থে কাজ করেছেন। তিনি কলকাতা ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ট্রাস্টের প্রেসিডেন্ট এবং নেতাজি গবেষণা ব্যুরো কাউন্সিলের চেয়ারম্যান, "বিবেক চেতনা" এর প্রেসিডেন্ট – যেটি হচ্ছে অনগ্রসর নারী ও শিশুদের জন্য একটি অলাভজনক সংস্থা এবং আর্ন্তজাতিক পি.ই.এন এর একজন সদস্য।[স্পষ্টকরণ প্রয়োজন][২] কৃষ্ণা বসু ইংরেজি ও বাংলা ভাষার কিছু পত্রিকার কলামিস্ট ছিলেন। যেমন: দেশ, আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, অমৃত বাজার পত্রিকা, দ্য স্টেটসম্যান, টেলিগ্রাফ, ইলাস্ট্রেড উইকলি অব ইন্ডিয়া। তিনি নারী ও শিশু উন্নয়ন এবং প্রতিবন্ধীদের কল্যাণের জন্যও কাজ করেছেন।[১]

প্রয়াণ[সম্পাদনা]

কৃষ্ণা বসু ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ৮৯ বছর বয়সে প্রয়াত হন।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha"। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪ 
  2. "Krishna Bose's Website Details"। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪ 
  3. "Krishna Bose, Academician And Former Trinamool MP, Dies At 89"NDTV। ২২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Academic and former Trinamool MP Krishna Bose passes away at 89"The Print। ২২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]