ড্রিম গার্ল (১৯৭৭-এর চলচ্চিত্র)
অবয়ব
ড্রিম গার্ল | |
---|---|
পরিচালক | প্রমোদ চক্রবর্তী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল |
মুক্তি | ১৪ জানুয়ারি ১৯৭৭ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ড্রিম গার্ল হচ্ছে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র, যা পরিচালনা করেন প্রমোদ চক্রবর্তী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হেমা মালিনী, অশোক কুমার, ধর্মেন্দ্র ও প্রেম চোপড়া। হেমা মালিনীকে তার প্রথম চলচ্চিত্র থেকেই তাকে 'ড্রিম গার্ল' বলা হতো, যা তাকে এই চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে যুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।[১][২][৩] চলচ্চিত্রটি একটি ব্যবসাসফল চলচ্চিত্র ছিল।
কাহিনি সংক্ষেপ
[সম্পাদনা]চলচ্চিত্রের গল্পটি একজন নারীকে ( হেমা মালিনী ) ঘিরে, যিনি অনাথদের বাড়ির জন্য স্বপ্না, পদ্মা, চম্পাবাঈ, ড্রিম গার্ল ও রাজকুমারী, পাঁচটি ভিন্ন চরিত্র অভিনয় করেন চলচ্চিত্রটিতে।
অভিনয়ে
[সম্পাদনা]- অশোক কুমার - বর্মা
- ধর্মেন্দ্র - অনুপম বর্মা
- হেমা মালিনী - স্বপ্না / পদ্মা / চম্পবাই / ড্রিম গার্ল / রাজকুমারী
- আসরানি - চাঁদ মামা
- প্রেম চোপড়া - প্রেম বর্মা
- ললিতা পাওয়ার - দাইমা
- দীনা পাঠক - রত্নাবাঈ
- কমিলা উইর্ক - রাধা
- আলকা - রূপা
- পিনচু কাপুর - বস
- এসএন ব্যানার্জী - মুনিমজি
- ডি কে সাপপু - সিন্ধি বরের বাবা
- প্রবীণ পাল - বীরবল
- পদ্মিনী কোলহাপুরী - পদ্মিনী (অনাথ)
সংগীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল দ্বৈত। চলচ্চিত্রটির শিরোনাম গান 'ড্রিম গার্ল' ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "ড্রিম গার্ল" | কিশোর কুমার | ৬:০০ |
২. | "ছুপা ছুপি খেলে আও" | লতা মুঙ্গেশকর | ৪:৪৩ |
৩. | "ও রাজা বাবু" | লতা মুঙ্গেশকর | ৬:১২ |
৪. | "ছুপা ছুপি খেলে আও (স্যাড)" | লতা মুঙ্গেশকর | ৪:৪৪ |
৬. | "হুয়া কিয়া আগার তু জারা বেওয়াফা" | কিশোর কুমার | ৫:৩৯ |
৭. | "দুনিয়া কে লোগ" | আশা ভোঁসলে | ৮:৫৮ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A dream called Hema Malini"। In.rediff.com। ১৯৪৮-১০-১৬। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৪।
- ↑ "Hema Malini- Diva Unveiled"। sify.com। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
- ↑ "Hema Malini, Dharmendra on the sets"। The Times of India। ২২ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ড্রিম গার্ল (ইংরেজি)