স্টার এয়ার (ভারত)
| |||||||
কার্যক্রম শুরু | জানুয়ারি ২০১৯ | ||||||
---|---|---|---|---|---|---|---|
পরিচালন ঘাঁটি | কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দর (বেঙ্গালুরু) | ||||||
বিমানবহরের আকার | ৫ | ||||||
গন্তব্য | ১৩ | ||||||
প্রধান কোম্পানি | ঘোড়াওয়াত এন্টারপ্রাইজের | ||||||
ওয়েবসাইট | স্টার এয়ার |
স্টার এয়ার একটি ভারতীয় বিমান সংস্থা, যার মূল ঘাঁটি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। ২০১৯ সালের জানুয়ারিতে এটি কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অংশ হিসেবে কর্ণাটক রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ রাজ্যে উড়ান পরিচালনা করে। বিমান সংস্থাটি তার পরিষেবাগুলির জন্য দুটি এমব্রায়ার ১৪৫এলআর বিমান ব্যবহার করে।
ইতিহাস
[সম্পাদনা]স্টার এয়ারের অভিভাবক সংস্থা ঘোদাওয়াত এন্টারপ্রাইজগুলি ২০১৭ সালের মার্চ মাসে স্টার এয়ার নামক একটি যাত্রীবাহী বিমান সংস্থা স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছিল।[২] ২০১৮ সালের জুনে সংস্থাটি প্রথম বিমান হিসাবে এমব্রারে ১৪৫এলআর অর্জন করে।[৩] পরবর্তী বছরের জানুয়ারির শুরুতে এটি উড়ান পরিচালনার শংসাপত্রটি গ্রহণ করে এবং ঘোষণা করে যে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে বিমান পরিষেবাগুলি পরিচালনা করবে, যার লক্ষ্য ভারতের অভ্যন্তরে আঞ্চলিক সংযোগ উন্নত করা। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দরটি সংস্থার মূল ভিত্তি হিসাবে নির্বাচিত হয়েছিল।[৪] ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিমান সংস্থাটির প্রথম উড়ান হুবলির জন্য ব্যাঙ্গালোর ছেড়ে চলে যায়। পাশাপাশি তিরুপতি উড়ানও চালু হয়েছে।[৫]
গন্তব্যস্থলগুলি
[সম্পাদনা]২০১৯ সালের ফেব্রুয়ারি অনুসারে স্টার এয়ার নিম্নোক্ত শহরগুলির পরিষেবা দেয়।
রাজ্য | শহর | বিমানবন্দর | মন্তব্য | Ref. |
---|---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | তিরুপতি | তিরুপতি বিমানবন্দর | [৫] | |
কর্ণাটক | বেঙ্গালুরু | কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দর | ঘাঁটি | [৫] |
কর্ণাটক | বেলগাঁও | বেলগাম বিমানবন্দর | [৬] | |
কর্ণাটক | হুবলি | হুব্বাল্লী বিমানবন্দর | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Star Air website"। Star Air। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "India's Star Air eyes 1Q18 launch using ERJ-145s"। ch-aviation। ২৭ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "India's Star Air adds maiden aircraft, an ERJ-145"। ch-aviation। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Star Air to begin flights from Jan 25"। Bangalore Mirror। ১৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ ঘ "India's Star Air launches operations"। ch-aviation। ১ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Star Air introduce Embraer 145 as part of UDAAN for first time in India"। United News of India। ২৫ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।