বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য
কলকাতা পৌরসংস্থা
কাজের মেয়াদ
৫ জুলাই ২০০৫ – ২৯ জুন ২০১০
পূর্বসূরীসুব্রত মুখার্জি
উত্তরসূরীশোভন চট্টোপাধ্যায়
রাজ্যসভার সাংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২শে জুলাই ২০২০
পূর্বসূরীঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫১-১১-২৭)২৭ নভেম্বর ১৯৫১
কলকাতা, পশ্চিমবঙ্গ
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
জীবিকারাজনীতিবিদ, আইনজীবী
ধর্মহিন্দু

বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য একজন ভারতীয় রাজনীতিবিদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৌরসংস্থার মহানাগরিক হিসেবে তিনি ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

বিকাশ ভট্টাচার্য কলকাতার কালীঘাট অঞ্চলের অধিবাসী।[১] তিনি ছাত্রাবস্থায় ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)তে যোগদান করেন। পেশাগতভাবে তিনি আইনজীবী। তৃণমূল কংগ্রেস পার্টির সাবেক মেয়র সুব্রত মুখার্জিকে নির্বাচনে হারিয়ে তিনি কলকাতায় জয়লাভ করেন । তিনি ৫ বছর ধরে ত্রিপুরায় অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তিনি সরদার, নারাদা স্টিং অপারেশন ইত্যাদি বিভিন্ন অসাধারণ মামলা পরিচালনা করেন। টিএমসি সরকার বিরোধী মামলায় অসাধারণ বাগ্মিতার জন্য আলোচিত হয়েছিলেন।কলকাতা পৌরসংস্থার মহানাগরিক থাকাকালীন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য মাদার টেরিজার সমালোচনা করে বলেছেন যে কলকাতার দরিদ্র লোকদের উপর টেরিজার কোন উল্লেখযোগ্য কর্ম নেই; টেরিজা রোগের চিকিৎসা করার চেয়ে রোগকে মহিমাহ্নিত করেছেন বেশি এবং সর্বোপরি সারাবিশ্বে কলকাতার নেতিবাচক দারিদ্র্যময় ভাবমূর্তি তৈরি করেছেন[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Konar, Debasish (৫ ফেব্রুয়ারি ২০০৬)। "The Chosen One Bikash Ranjan Bhattacharya"The Times of India। Bennett Coleman & Co. Ltd। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৫ 
  2. "Was Mother Teresa a saint? In city she made synonymous with suffering, a renewed debate over her legacy"Los Angeles Times (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯