শালমারা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°০৪′০৭″ উত্তর ৮৯°২৯′৩৮″ পূর্ব / ২৫.০৬৮৫৭১° উত্তর ৮৯.৪৯৩৮১৭° পূর্ব / 25.068571; 89.493817
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শালমারা
ইউনিয়ন
১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদ
শালমারা রংপুর বিভাগ-এ অবস্থিত
শালমারা
শালমারা
শালমারা বাংলাদেশ-এ অবস্থিত
শালমারা
শালমারা
বাংলাদেশে শালমারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°০৪′০৭″ উত্তর ৮৯°২৯′৩৮″ পূর্ব / ২৫.০৬৮৫৭১° উত্তর ৮৯.৪৯৩৮১৭° পূর্ব / 25.068571; 89.493817
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আনিসুর রহমান [১]
 • ইউপি সচিবমোঃ আব্দুল মতিন সরকার [২]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শালমারা ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

ইতিহাস[সম্পাদনা]

কালের স্বাক্ষী বহনকারী বাঙ্গালী নদীর তীরে গড়ে উঠা একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শালমারা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ শালমারা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে আজও এক অনন্য নাম।clip_image001ক) নাম – ১৭ নং শালমারা ইউনিয়ন পরিষদ। এর আয়তন – ৩০.৭০(বর্গ কিঃ মিঃ)

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

গ্রামের সংখ্যা – ১৫টি। মৌজার সংখ্যা – ১৫ টি।

১. শালমারা।
২. উলিপুর
৩. শাখাহাতী বালুয়া
৪. হামছাপুর
৫. মিরাপাড়া
৬. হিয়াতপুর
৭. কলাকাটা
8. বিদেশি দোয়াইল
9. দামগাছা
10. পচারিয়া
11. বুড়াবুড়ী
12. নীলকন্ঠপুর
13.হাবীবের বাইগুনী
14. কিসমতের বাইগুনি
15. উজিরের পাড়া

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

লোকসংখ্যা – 38578জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন তথ্য অনুযায়ী)

স্বাস্থ্য[সম্পাদনা]

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নাম: মো. জাফরুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হার –৬০%।

উচ্চ বিদ্যালয়ঃ ৪টি, শালমারা উচ্চ বিদ্যালয়, পচারিয়া উচ্চ বিদ্যালয়, বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা- ২টি। শাখাহাতী দাখিল মাদরাসা

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯টি, [[শালমারা সরকারি প্রাঃ বিদ্যালয়, জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়াইল সরকারি প্রাঃ বিদ্যালয়, পচারিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাঃ বিদ্যালয়, শাখাহাতী বালুয়া সরকারি প্রাঃ বিদ্যালয়, ঘুগা গারামাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, কালিতলা সরকারি প্রাঃ বিদ্যালয়]]

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৮টি,

কৃষি[সম্পাদনা]

প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান, পাট, ভূট্টা, ও আঁখ।

অর্থনীতি[সম্পাদনা]

শালমারা কলা বিক্রির জন্য জেলা জুড়ে সুনাম আছে।

কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

1। কালিতলা বাজার।১৯ দশক থেকে এই বাজার হয়ে আসছে। 2। শালমারা রেলওয়ে স্টেশন। 3। বুরুলিয়া বিল উলিপুর।

বিবিধ[সম্পাদনা]

হাটবাজার ১। শালমারা রেলওয়ে ষ্টেশন বাজার।

২। বালুয়া বাজার

৩। কালিতলা বাজার

৪। উজিরেরপাড়া সাহাপাড়া বাজার

5। বুড়াবুড়ি বাজার

6। ডাকুমারা বাজার (দামগাছা)

আরও দেখুন[সম্পাদনা]

শালমারা উচ্চ বিদ্যালয়

শাখাহাতী দাখিল মাদরাসা

তথ্যসূত্র[সম্পাদনা]

1। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ফেব্রুয়ারি ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)