এসমাত দৌলতশাহি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এসমাত দৌলতশাহি
এসমাত এল-মুলুক
সম্রাজ্ঞী দৌলতশাহি
ইরানের রানী সঙ্গী
পূর্বসূরিকামার উল-মলুক
জন্মএসমাত
(১৯০৪-০১-০১)১ জানুয়ারি ১৯০৪
তেহরান, ইরান
মৃত্যু২৫ জুলাই ১৯৯৫(1995-07-25) (বয়স ৯১)
তেহরান, ইরান
সমাধি
দাম্পত্য সঙ্গীরেজা শাহ (বি. ১৯২৩; শাহের মৃত্যু ১৯৪৪)
মহসেন রায়স (বি. ১৯৪৫)
বংশধর
পূর্ণ নাম
রাজবংশ
পিতাযুবরাজ গোলাম আলি মির্জা দৌলতশাহি
মাতামোবার্তেজ ওড-দৌলাহ মোরাদ

এসমাত দৌলতশাহি (ফার্সি: عصمت دولتشاهی; এসমাত পাহলভি হিসেবেও পরিচিত ছিলেন,[১] ১৯০৫ – ২৫ জুলাই ১৯৯৫) ছিলেন ইরানি রাজপদ এবং ইরানের শাহেনশাহ রেজা শাহের চতুর্থ এবং সর্বশেষ স্ত্রী।[২] এসমাত দৌলতশাহি "এসমাত এল-মুলুক" হিসেবে তৎকালীন ইরানের পাহলভি রাজবংশের কামার উল-মলুকের উত্তরসূরী হিসেবে ইরানের রাণী সঙ্গী ও সম্রাজ্ঞী ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

এসমাত দৌলতশাহি আনুমানিক ১৯০৪ সালের ১ জানুয়ারি[২] ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন।[৩][৪][৫] জন্মসূত্রে তিনি কজার রাজবংশের সদস্য ছিলেন।[৬] পরর্বতীতে ১৯২৩ সালে ইরানের শাহেনশাকে বিবাহসূত্রে পাহলভি রাজবংশের সদস্য হিসেবে পরিচিত হন। দৌলতশাহির বাবা-মা ছিলেন নিজেদের চাচাত ভাইবোন।[৭] দৌলতশাহির বাবা যুবরাজ গোলাম আলি মির্জা ছিলেন "মোজালাল দৌলে" দৌলতশাহি (১৮৭৮–১৯৩৪)।[৮] তার মা ছিলেন আবু নাসর মির্জা "দ্বিতীয় হেসাম সালতানহের" মেয়ে মোবার্তেদজ-ওদ-দৌলেহ, ইবতেদজ সালতানেহ।[৭] দৌলতশাহির পিতামহ ছিলেন প্রথম হেসাম-সালতানেহ।[৭] তার দুই ভাই এবং এক বোন ছিল।[৯] মজলিশের সদস্য ও ইরানি রাষ্ট্রদূত মেহরাঙ্গিজ দৌলতশাহি তার চাচাতো ভাই ছিলেন।[১০]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তেহরানে বেহেশত-ই-জহরা সমাধিতে দৌলতশাহির সমাধি (বাম থেকে দ্বিতীয়)

১৯২৩ সালে এসমাত দৌলতশাহি ও ইরানের শাহেনশাহ রেজা শাহকে বিয়ে করেন।[১০][১১] রেজা শাহ দৌলতশাহির পূর্বে কামার উল-মুলককে বিয়ে করেছিলেন এবং দৌলতশাহি ছিলেন শাহের চতুর্থ, সর্বশেষ এবং প্রিয় স্ত্রী।[১২][১৩] বিয়ের সময়ে রেজা শাহ ছিলেন তৎকালীন পাহলভি সাম্রাজ্যের যুদ্ধমন্ত্রী।[১০] এই বিয়ে থেকে দৌলতশাহি পাঁচ সন্তানের জন্ম দিয়েছিল:[১৪] আবদুল রেজা পাহলভি, আহমাদ রেজা পাহলভি, মাহমুদ রেজা পাহলভি, ফাতিমেহ পাহলভি এবং হামিদ রেজা পাহলভি[৬] ১৯২৫ সালে দৌলতশাহির স্বামী রেজা ইরানের শাহ হবার পর, তিনি একজন সম্রাজ্ঞী সঙ্গী হয়ে ওঠেন[৫] এবং ১৯৪১ সালে তার স্বামী শাহের পতন ঘটার পূর্ব পর্যন্ত ইরানের সম্রাজ্ঞী ছিলেন।

দৌলতশাহি ও রেজা শাহ তাদের সন্তানদের সঙ্গে ইরানের তেহরানের মার্বেল প্রাসাদে বাস করতেন।[১২] ১৯৪১ সালের সেপ্টেম্বরে নির্বাসিত হয়ে তেহরান ত্যাগ করে দৌলতশাহি তার স্বামী রেজা শাহের সঙ্গে মরিশাসে চলে যান এবং কয়েক মাস পর পুনরায় ইরানের তেহরানে ফিরে আসেন।[১৫]

১৯৪৪ সালে রেজা শাহের মৃত্যুর পর, দৌলতশাহি মহসেন রায়কে (১৮৯৬–১৯৭৫) বিয়ে করেন।[১৬] রায় ছিলেন তৎকালীন ইরানি কূটনীতিক এবং পাহলভি সাম্রাজ্যে পররাষ্ট্র মন্ত্রী ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত। দৌলতশাহি ছিলেন রায়ের দ্বিতীয় স্ত্রী।

মৃত্যু[সম্পাদনা]

এসমাত দৌলতশাহি শেষ জীবনে ইরানে বাস করতেন। তিনি ২৫ জুলাই ১৯৯৫ সালে ইরানের তেহরানে ৯১ বছর বয়সে মারা যান। তেহরানের বেহেশত-ই-জহরা সমাধিতে তাকে সমাধিস্থ করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঘানি, সাইরাস (২০০০)। Iran and the Rise of the Reza Shah: From Qajar Collapse to Pahlavi Power (ইংরেজি ভাষায়) (সচিত্র সংস্করণ)। I.B.Tauris। আইএসবিএন 9781860646294। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  2. "এসমাত দৌলতশাহি"kinpedia.net। কিনপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. http://seemorgh.com/culture/history-and-civilization/history-and-civilization-of-iran/22609-22609/
  4. "Esmat Dowlatshahi"। GeneaNet। ১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৩ 
  5. "Esmat Dowlatshahi – (1904 – 1995)"A Bit of History। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩ 
  6. "The Qajars (Kadjars) and the Pahlavis"Qajar Pages। ২৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  7. "Dowlatshahi-Qajar (Kadjar)"। Qajar Pages। ২০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩ 
  8. "Dowlatshahi family"। Qajar Pages। ২৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  9. "The Qajar Dynasty (Dowlatshahi, Jalali)"Royal Ark। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩ 
  10. Camron Michael Amin (১ ডিসেম্বর ২০০২)। The Making of the Modern Iranian Woman: Gender, State Policy, and Popular Culture, 1865-1946। University Press of Florida। পৃষ্ঠা 115। আইএসবিএন 978-0-8130-3126-2। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  11. Cyrus Ghani (৬ জানুয়ারি ২০০১)। Iran and the Rise of the Reza Shah: From Qajar Collapse to Pahlavi Power। I.B.Tauris। পৃষ্ঠা 425। আইএসবিএন 978-1-86064-629-4। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  12. Diana Childress (২০১১)। Equal Rights Is Our Minimum Demand: The Women's Rights Movement in Iran 2005। Twenty-First Century Books। পৃষ্ঠা 40। আইএসবিএন 978-0-7613-7273-8। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  13. "Iranian Princess Fatemeh Pahlavi"Beaver Country Times। London। ২ জুন ১৯৮৭। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 
  14. বুকান, জেমস (১৫ অক্টোবর ২০১৩)। Days of God: The Revolution in Iran and Its Consequences (ইংরেজি ভাষায়) (সচিত্র সংস্করণ)। Simon and Schuster। পৃষ্ঠা ৪৬। আইএসবিএন 9781416597773। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  15. Jangravi, Mehdi। "Reza Shah's Wives"। Institute for Iranian Studies। ৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  16. "The Qajar Dynasty (Firouz, Farmanfarmaian, Farman-Farmaian, and Mossadeq)"Royal Ark। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩