আলাপ:দ্য কনসার্ট ফর বাংলাদেশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কনসার্ট ফর বাংলাদেশ অনুবাদ[সম্পাদনা]

এই লেখাটি ইংরেজি হতে অনুবাদ কার্য চলছে। এখানে প্রথম অংশ টুকুর অনুবাদ দেয়া হল। কোন অনুবাদগত ভূল থেকে থাকলে, ঠিক করে দিন। আগামীকালের ভেতরে আশা রাখি পুরোটা অনুবাদ শেষ করতে পারবো।--তানভী (talk) ২২:১৪, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

চমৎকার উদ্যোগ। চালিয়ে যান। সমর্থন রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৯, ২০ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
চমৎকার। দ্রুত শেষ করে ফেলুন। আর প্রকল্পে যোগ দিয়ে দিন: উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ -- মুহাম্মদ (talk) ১৮:১৬, ২২ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ভাইয়া ওখানে তো যোগ করা হয়েছে। তাইলে আমি আর কোথায় যোগ করব? আর উইকিপিডিয়া:উইকিযুদ্ধ/নিবন্ধের তালিকাতে এটা যোগ করা হবে কি? আর ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার এটাও যোগ করা হোক। আরো আছে। আমি কি ওগুলো খুঁজে যোগ করে দেব?--তানভী (talk) ০৭:২৯, ২৩ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

নিবন্ধের শিরোনাম পরিবর্তন সংক্রান্ত[সম্পাদনা]

ব্যবহারকারী:Mouryan ব্যকরণগতভাবে [ভূল] (ভুল) দেখিয়ে কনসার্ট ফর বাংলাদেশকে বর্তমান কন্সার্ট ফর বাংলাদেশে পরিবর্তিত করেছেন। যদিও মূল শিরোনাম রাখার দরকার ছিল কন্‌সার্ট ফর বাংলাদেশ; কিন্তু, ব্যবহারকারীদের সুবিধার্থে ও দৃষ্টিগোচরার্থে পূর্বোক্ত শিরোনামে ফিরিয়ে আনা হ-উ-ক। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৪:২৫, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]