পাটাইষষ্ঠী ব্রত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাটাইষষ্ঠী ব্রত বাংলার হিন্দুসমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দুঘরের মহিলারা সন্তানের আয়ুবৃদ্ধির কামনায় এই ব্রত পালন করেন। এটি পৌষ মাসের শুক্লাষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসাবে পালন করা হয়। [১]

ব্রতের নিয়ম[সম্পাদনা]

পাটাইষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ বেনাগাছের পাটাই সংগ্রহ করতে হয়।

দ্বিতীয় পর্যায়ে উঠোনে ছোট পুকুর কেটে বেনাগাছের পাটাইটি পুঁতে দিয়ে পূজা করতে হয়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলার লোকসংস্কৃতির বিশ্বকোষ, দুলাল চৌধুরী, আকাদেমি অব ফোকলোর, কলকাতা: ৭০০০৯৪, প্রথম প্রকাশ:২০০৪, পৃষ্ঠা: ২৩৪