আলাপ:আধুনিক শিল্পকলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

প্রিয় @সাইফুল ১৮১০: উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে, যান্ত্রিক বা অসংলগ্ন অনুবাদ করা যাবে না। আপনার প্রণীত নিবন্ধের অনুবাদ ভালো হয়েছে, কিন্তু কিছু অংশে নিবন্ধটির অনুবাদে যান্ত্রিকতা রয়ে গেছে। যেমন - (আধুনিক শিল্প ... মত চিত্রশিল্পীদের ঐতিহ্যের সাথে শুরু হয়, যাদের সবাই আধুনিক শিল্পের উন্নয়নের জন্য অপরিহার্য। এই লাইনটি পূর্ণ অর্থবোধক নয়। এরকম আরও কিছু লাইন রয়েছে, যা সহজবোধ্য করা সম্ভব। এছাড়া আপনি নিবন্ধে কোন তথ্যসূত্র যোগ করেননি। দয়া করে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে নিবন্ধটি সংশোধন করে এখানে জানান। পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই।--ওয়াকিম (আলাপ) ১৪:১৯, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমার নিবন্ধটি রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভুলগুলো ঠিক করে ফেলব। আপনি বলেছেন আমি কোনো তথ্যসূত্র যোগ করিনি, কিন্তু আমিতো নিবন্ধটির নিচে তথ্যসূত্র যোগ করেছি। ‍‍‌‌সাইফুল ১৮১০ (আলাপ) ১৭:২৯, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@সাইফুল ১৮১০: আপনি মূলত নিবন্ধ সম্পর্কিত আরও বিস্তারিত পড়ার কিছু লিংক যোগ করেছেন। আমি "ইন-টেক্সট সাইটেশন"-এর কথা বলেছি। যেমন - ইংরেজি নিবন্ধের প্রথম লাইনের শেষে (Modern art ... that era.[1]) রয়েছে, এখানে [1] এসেছে "ইন-টেক্সট সাইটেশন" যুক্ত করার জন্য। আপনি ইংরেজি নিবন্ধ থেকে তথ্যসূত্রের এই অংশটুকু কপি করে নির্দিষ্ট লাইনগুলোর পর যুক্ত করে দিতে পারেন, আর না হলে আমি পরবর্তী পর্যালোচনার সময় ঠিক করে দিবো। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২১:১১, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় @Wakim32: ভাই, আমি কিছু ভুল ঠিক করেছি এবং "ইন-টেক্সট সাইটেশন" ব্যবহার করেছি। দয়া করে পুনরায় আমার নিবন্ধটি রিভিউ করলে খুশি হব। ধন্যবাদ।--সাইফুল (আলাপ) ১১:৩৬, ২৫ মার্চ ২০১৮ (ইউটিসি + ৬)