উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কলকাতায় অনুষ্ঠিত একবিংশ উইকিপিডিয়া তথা পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ার মাসিক সম্মেলন, এই সম্মেলনের মূল লক্ষ্য হল উইকিপিডিয়ায় অবদানকারী এবং উইকি ব্যবহারকারীদের - মূলতঃ বাঙালি উইকিমিডিয়ানদের জমায়েত, সম্মেলন, চালু প্রকল্পগুলিকে নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আদান-প্রদান, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পগুলি উন্নয়নের উদ্দ্যেশে।

Grouphie of Participants

সময় এবং স্থান[সম্পাদনা]

  • তারিখ: ২রা জুলাই(রবিবার)
  • সময়: বিকাল ৩টা থেকে বিকাল ৬টা (ভারতীয় সময়)
  • স্থান: ৬/৪, নিয়োগী পাড়া রোড বরানগর, পশ্চিমবঙ্গ ৭০০১০০
  • ল্যান্ড মার্ক: ইন্ডেন গ্যাস গোডাউন, কে.জি বিদ্যালয়ের বিপরীতে
  • যোগাযোগ:মিঃ প্রবুদ্ধ গাঙ্গুলী (+৯১ ৯৬৭৪২৭০৮২৩)

আলোচনার বিষয়সূচী[সম্পাদনা]

  • জুলাই মাসে সরশুনা কলেজে অনুষ্ঠিতব্য কর্মশালা বিষয়ক আলোচনা।
  • উইকিপিডিয়া কৌশল সংক্রান্ত বৈঠক যা হতে চলেছে নিয়ে আলোচনা ও নির্দিষ্ট রূপরেখা তৈরি।
  • ব্যবহারকারী দলের বর্তমানে যে প্রকল্পগুলি চলছে বা সদ্য সমাপ্ত, যেমন চুঁচুড়া বা নবদেবালয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা।
  • আলোকচিত্র নিয়ে এক নতুন পরিকল্পনা করার পরিকল্পনা হয়েছে তা সম্পর্কে অন্যদেরকে সচেতন ও তাতে কি ভাবে অবদান রাখা যায়, সে সংক্রান্ত আলোচনা।

অংশগ্রহণকারী[সম্পাদনা]

উইকিপিডিয়া এবং সম্পর্কিত প্রকল্পগুলিতে অবদানকারী অথবা অবদান সৃষ্টি করতে ইচ্ছুক যে কোন ব্যাক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। উইকিমিডিয়া প্রকল্পের সমস্ত সদস্য এবং বিভিন্ন ভাষাভাষী উইকিপিডিয়ানরাও অংশ নিতে পারেন।

  1. Atudu (আলাপ) ১৫:৫৮, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  2. ইন্দ্রজিৎদাস ০৩:০৮, ২ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  3. --Sumitsurai (আলাপ) ০৬:৪২, ২ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছান্তে[সম্পাদনা]

  • খুব ভাল উদ্যোগ। শুভেচ্ছা রইল। সুমিতা রায় দত্ত ১৬:১৮, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)

প্রতিবেদন[সম্পাদনা]

  • ইথার প্যাড এর লিংক


ব্যয় বিবৃতি[সম্পাদনা]