উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা শহর ঢাকা সম্মেলন ৪


পরবর্তী: পরিকল্পনা চলছে
পূর্ববর্তী:
এই বাক্স: দেখুন  আলোচনা  সম্পাদনা

ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে উইকিপিডিয়ানদের একটি মিলনস্থল হিসেবে রুপ দিতে। তাই চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের নিয়মিত মিলন ঘটানো যায়। এবং আমরা চেষ্টা করছি নিয়মিত একসাথে বসার। আশা করছি দিন দিন এর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে।

কী, কেন, কোথায়, কবে, কখন, কোথায়, কারা, কীভাবে?[সম্পাদনা]

  • কী?: ঢাকায় স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলন
  • কেন?: নিবন্ধ অনুবাদ এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা।
  • কবে?: ৮ই সেপ্টেম্বর, শনিবার, ২০০৭ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কখন?: বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:০০ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কোথায়?: বাংলা উইকি গ্রুপ অফিস (বিস্তারিত ঠিকানা)
  • কারা?: সকল বাংলা এবং ইংরেজি ভাষার স্থানীয় উইকিপিডিয়ানগণসহ আগ্রহী সকলে
  • কীভাবে?: (আলোচনার পাতায় মতামত দিন)

বিঃদ্রঃ দয়াকরে সঙ্গে কলম এবং পারলে ছবি তোলার জন্য ক্যামেরা অথবা মোবাইল আনবেন। ধন্যবাদ।

নিচের যে কোনও পরিচ্ছেদে #--~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।

সাইট নোটিশ[সম্পাদনা]


আগামী ৮ই সেপ্টেম্বর উইকিপিডিয়ানদের নিয়মিত আড্ডা উইকিপিডিয়া আড্ডা ৪ অনুষ্ঠিত হবে। আগ্রহী সকলকে উইকিপিডিয়া আড্ডা ৪ পাতায় নাম নিবন্ধনের অনুরোধ জানানো হচ্ছে।


উইকিপিডিয়ান যারা অবশ্যই অংশ নিবেন[সম্পাদনা]

  1. --বেলায়েত ০৯:০১, ৩ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

উইকিপিডিয়ান যাদের অংশ নেওয়ার ইচ্ছা আছে[সম্পাদনা]

  1. --Frdayeen ০৭:২৬, ৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)Frdayeen
  2. --MSSOHAG

উইকিপিডিয়ান যারা অংশ নিতে চান না[সম্পাদনা]

সম্মিলনে যা হল[সম্পাদনা]

সাড়া দিন বৃষ্টির কারণে হয়তো অনেকেই ক্যাম্পে যোগ দিতে পারেনি। কিন্তু আমি এবং তারিফ ঠিকই আড্ডায় যোগ দিয়েছিলাম। মুনির ভাই হয়তো তার কাজের ব্যস্ততায় যোগ দিতে পারেননি।

অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকায় তেমন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ আড্ডা থেকে আসেনি। তবে আমি এবং তারিফ দুজনেই রমজান মাসে কীভাবে এ আড্ডার আয়োজন নিয়ে সংকিত। যদিও রমজান মাসে অফিস বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু আয়োজন অংশগ্রহণকারীদের আগ্রহের উপর নির্ভর করবে। তপবে ইফতার পার্টির মাধ্যমে আড্ডাটি চালিয়ে নেওয়া যায়।

আমি এবং তারিফ এ আড্ডায় মহাত্মা গান্ধী অনুবাদ করা শুরু করেছি এবং আমরা আগামী অক্টোবর ২ গান্ধীজীর জন্মদিন পর্যন্ত এর অনুবাদ চালিয়ে যাব বলে আমি এবং তারিফ সম্মত হয়েছি। আগ্রহী অন্যরাও আমাদের সাথে যোগ দিতে পারেন।

পুরি পেয়াজু খাওয়ার সাথে সাথে আমি সদ্য সমাপ্ত আইআইইউসি ক্যাম্পের এবং উইকিম্যানিয়ার অভিজ্ঞতার কথা তারিফকে জানালাম। সাথে আগামী গণিত অলিম্পিয়াড গুলোতে কীভাবে উইকিপিডিয়াকে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হল। এ সময় তারিফ কে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্প সম্পর্কে জানিয়েছি।

সর্বশেষে দুজনেই একমত হয়েছি যে, যেকোন উইকি প্রকল্পকে এগিয়ে নিতে এর কম্যুনিটি বড় করতে হবে এবং এ ক্ষেত্রে প্রচারের কোন বিকল্প নাই। এবং আমরা তা আমাদের সাধ্যমত চালিয়ে যাব।

আগামী আয়োজন[সম্পাদনা]