উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা শহর ঢাকা সম্মেলন ৩


পরবর্তী: পরিকল্পনা চলছে
পূর্ববর্তী:
এই বাক্স: দেখুন  আলোচনা  সম্পাদনা

ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা কয়েকজন উইকিপিডিয়ান এর আগে অনানুষ্ঠানিক ভাবে মিলিত হলেও উইকিপিডিয়ানের সংখ্যা এক হালির চেয়ে বেশী হয় নি। তাই এবারই প্রথম চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু একটা করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের একটা মিলন ঘটানো যায়।

কী, কেন, কোথায়, কবে, কখন, কোথায়, কারা, কীভাবে?[সম্পাদনা]

  • কী?: ঢাকায় স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলন
  • কেন?: পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা, কিছু নিবন্ধ অনুবাদ এবং উইকিম্যানিয়ায় বাংলাদেশ সম্পর্কে আলোচনা।
  • কবে?: ১১ই আগষ্ট, শনিবার, ২০০৭ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কখন?: বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:০০ (আলোচনার পাতায় মতামত দিন)
  • কোথায়?: বাংলা উইকি গ্রুপ অফিস (বিস্তারিত ঠিকানা)
  • কারা?: সকল বাংলা এবং ইংরেজি ভাষার স্থানীয় উইকিপিডিয়ানগণ এবং ইচ্ছুক সকলে
  • কীভাবে?: (আলোচনার পাতায় মতামত দিন)


নিচের যে কোনও পরিচ্ছেদে #--~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।

উইকিপিডিয়ান যারা অবশ্যই অংশ নিবেন[সম্পাদনা]

  1. -- বেলায়েত ০৫:৫৩, ২৬ জুন ২০০৭ (UTC)
  2. -- মুহাম্মদ ০৪:০৬, ৯ আগস্ট ২০০৭ (UTC)

উইকিপিডিয়ান যাদের অংশ নেওয়ার ইচ্ছা আছে[সম্পাদনা]

উইকিপিডিয়ান যারা অংশ নিতে চান না[সম্পাদনা]

সম্মিলনে যা হল[সম্পাদনা]

এই আড্ডায় মূলত বেলায়েতের উইকিমিডিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্মিলন উইকিম্যানিয়া ২০০৭ এ অংশগ্রহণ সম্পর্কিত আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় হয়েছে। এ আড্ডায় বেলায়েত সহ আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে তারিফ এজাজ, রাজিবুল এবং মুনির হাসান অন্যতম। সময় ও সুযোগের অভাবে এবার নিবন্ধ অনুবাদ পর্ব না হলেও বেলায়েতের অভিজ্ঞতা বিনিময়ের সাথে সাথে উইকিপিডিয়ার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনা যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়,

  • পরবর্তী আড্ডা অনুষ্ঠিত হবে ২৫ই আগস্ট।
  • বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত কোন উইকি ক্যাম্প আয়োজনে সবাই অমত প্রকাশ করেন তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলে আগস্ট মাসের শেষ দিকে অল্প পরিসরে হলেও বুয়েটে উইকি ক্যাম্প করা হবে।
  • উইকিপিডিয়ার প্রচারের লক্ষে বেলায়েতের প্রস্তাবিত অফলাইন সম্পাদনা প্রকল্প সম্পর্কে আলোচনায় মুনির হাসান বলেন এতে একজনকে পুরস্কৃত করা হলেও বাকি যারা একই নিবন্ধের অনুবাদ করবেন তারা উইকিপিডিয়ায় লেখার প্রতি অনাগ্রহী হয়ে পরবে। তবে এ ধারণাটি কীভাবে আরও ফলপ্রসূ করা যায় তা চিন্তা করতে হবে।
  • উইকিপিডিয়ার ইংরেজি নিবন্ধ কোন ইংরেজি পত্রিকায় প্রকাশ করবে কিনা তা দেখার জন্য তানিন কে দায়িত্ব দেওয়া হয়।
  • উইকিপিডিয়ায় লোকজনের আরও সমাগম করতে "উইকিপিডিয়ায় নিবন্ধ লেখা প্রতিযোগীতা" আয়োজনের উদ্দ্যোগের কথা বলা হয়। বেলায়েত এ বিষয়ে অফলাইন সম্পাদনা প্রকল্পের পাতায় বিস্তারিত আলোচনা করবেন।
  • সফটওয়্যার ফ্রিডম ডে উপলক্ষে একটি দেয়াল পত্রিকা প্রকাশের কথা হয়। তাতে মুক্ত সফটওয়্যারের সাথে উইকিপিডিয়া সম্পর্কিত লেখাও প্রকাশ করা হবে এবং তা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে লাগানোর কথা বলা হয়।
  • সফটওয়্যার ফ্রিডম ডে উপলক্ষে উইকিম্যানিয়া থেকে বেলায়েতের আনা ইংরেজী উইকিপিডিয়ার সিডি সংস্করণ ০.৫ প্রকাশে মত প্রকাশ করা হয়।
  • উইকিম্যানিয়া অংশগ্রহনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সেমিনার আয়োজনের ব্যপারে কথা হয়।
  • আগামী গণিত অলিম্পিয়াডে কীভাবে উইকিপিডিয়ার প্রচার করা যায় সে ব্যাপারে আলোচনা হয়।
  • বেলায়েত প্রস্তাব করেন অন্তত উইকিপিডিয়া সম্পর্কিত পোস্টার করে তা নিয়ে গণিত অলিম্পিয়াডে দাঁড়িয়ে যাওয়া যায়, যদি না ল্যাপটপ ও ইন্টারনেট যোগার না করা যায়।
  • দেরীতে হলেও যথারীতি পুরি, পেয়াজু, বেগুনী দিয়ে অংশগ্রহনকারীদের আপ্যায়ন করা হয়।

কিছু বাকি রইলো নাতো!!! বাকি থাকলে লিস্টে যোগ করুন। ধন্যবাদ।

আগামী আয়োজন[সম্পাদনা]

  • ঢাকা আড্ডা ৪ - ২৫ই আগষ্ট ২০০৭।
  • বাংলা উইকিপিডিয়া শির্ষক আলোচনা - "আইআইইউসি ওপেনসোর্স ক্যাম্প", ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং, চট্টগ্রাম। বক্তা বেলায়েত, ম্যাক