আলাপ:কৃত্রিম বুদ্ধিমত্তা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরাজী Artificial Intelligence শীর্ষক মূল পাতাটি থেকে বাংলা অনুবাদ শুরু করেছি । কিভাবে প্রকাশ্যে আনব?[সম্পাদনা]

কাজটি শুরু করেছি। কিন্তু ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তা বুঝতে পারছি না। প্রকাশ্যে আনলে সুধী জনের গঠন মূলক সমালোচনার সাহায্যে এগোতে পারব। কিন্তু সরাসরি এই পাতায় সম্পাদনার মাধ্যমে সেটা করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তাছাড়া, কাজটি এককালীন হবার মত ছোট তো নয়। সময়, অবসর মত একটু একটু করে এগোতে হবে। তাই যেটুকু করা হল তার একটা অনুপ্রেরণা মূলক মূল্যায়ন দেখতে পেলে মন্দ হত না। আপনাদের মতামত জানতে চাই। Al-mumtahinah (আলাপ) ০২:১৫, ৪ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এটা খুব ভালো একটা প্র্যাকটিস যে, নিজের করে নিবন্ধটাকে সম্পূর্ণ গুছিয়ে তারপর মূল নামস্থানে স্থানান্তর করা। আপনি খুব সহজেই আপনার ব্যবহারকারী নামস্থানে ব্যবহারকারী:Al-mumtahinah/কৃত্রিম বুদ্ধিমত্তা পাতা তৈরি করে তাতে সম্পূর্ণ অনুবাদের কাজ করতে পারেন নিশ্চিন্তে। এতে নিবন্ধকে সবার মতামত নিয়ে গুছিয়ে মূল নামস্থানে স্থানান্তর করা যাবে এবং নিজের মতো সময় নিয়ে কাজ এগোন যাবে। ব্যবহারকারী নামস্থানের এমন নিবন্ধে সাধারণ নিবন্ধ পাতার সব সুবিধা ভোগ করে কাজ করা যায়। স্বাগতম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩১, ৪ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


শুরু করলাম[সম্পাদনা]

মঈনুল ভাই, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে কিছুটা আশায় , কিছুটা আশঙ্কায় উক্ত পাতাটি( ব্যবহারকারী:Al-mumtahinah/কৃত্রিম বুদ্ধিমত্তা ) তৈরি করে তাতে আমার প্রচেষ্টাটুকু তুললাম, এখন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম

Al-mumtahinah (আলাপ) ১৫:০৫, ৪ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]