উইকিপিডিয়া আলোচনা:নির্বাচিত নিবন্ধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নির্বাচিত নিবন্ধের সংখ্যা ভুল[সম্পাদনা]

বর্তমানে নির্বাচিত নিবন্ধের সংখ্যা ৭টি অথচ এখানে ৯টি লেখা।--সাজিদ রেজা করিম ১৫:৩৯, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৫:৫৯, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সবার সঙ্গে যোগাযোগ[সম্পাদনা]

সবার সাথে কিভাবে কথা বলা যাবে? Muhammad Olinur Rahaman (আলাপ) ২২:২৬, ৪ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এই পাতায় লিখতে পারেন: আলোচনাসভা। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:৩৭, ৬ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত নিবন্ধ ... অ্যাঞ্জেলিনা জোলি[সম্পাদনা]

কেন?? Sourav Khoso (আলাপ) ০৭:২৪, ১৩ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একটা প্রস্তাবনা[সম্পাদনা]

নির্বাচিত নিবন্ধ সংখ্যা কমপক্ষে ৩০ হতেই হবে (অ্যাঞ্জেলিনা জোলির পাশাপাশি রাজ্জাক, শাবানাও থাকুক)। তার জন্য আমরা দুই বাংলার যত বাঙালী আছি বলুন আমাদের কি করতে হবে। ‍‍‍ — কুউপুলক (আলাপ) ০২:১০, ২৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: অ্যাঞ্জেলিনা জোলিকে সরিয়ে কেনো সেটি জানার আগ্রহ হচ্ছে। — তানভির২১:২৮, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: ভাই, বাংলা উইকির হোম পেইজে গেলে কান্না পায়। কারন-১। একই কনটেন্ট মনে হয় রোজ দেখি, কারন নির্বাচিত নিবন্ধ সংখ্যা কম। কারন-২। যখন এঞ্জেলিনা জোলির মত ভিনদেশী চলচ্চিত্রাভিনেত্রীকে দেখি, রাজ্জাক/শাবানার স্থান পায় না। গান> "কি দেখার কথা, কি দেখছি" <গান। বলতে পারেন মানসম্পন্ন নিবন্ধ নাই, তবে আসুন বানাই। — কুউপুলক (আলাপ) ০১:২৩, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Kupulak: মাত্র কয়েকটি নিবন্ধ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে একঘেয়েমি লাগতেই পারে। তবে অ্যাঞ্জেলিনা জোলি চোখে পড়ায় (শুধু আপনার কাছ থেকে নয়, বহুজনের কাছ থেকে আমি এমনটি শুনেছি) বিরক্তি উদ্রেককারী দেশপ্রেম জাগ্রত হওয়ায় কষ্ট পাচ্ছি। বিশেষতঃ এই নিবন্ধটির মূল লেখক ছিলাম আমি তাই আর সম্পূর্ণ একক প্রচেষ্টায় একটি নিবন্ধকে নির্বাচিত পর্যায়ে নিয়ে যেতে সেসময় আমার কী পরিমাণ শ্রম ও সময় দিতে হয়েছিলো তা আমি-ই শুধু জানি। কিন্তু তারপরেও এ ধরনের বার্তা যখন মানুষের কাছ থেকে পাই তবে কষ্ট লাগে। উইকিপিডিয়া তা বাংলা ভাষায় হোক আর অন্য যে-কোনো ভাষাতেই হোক, একটি আন্তর্জাতিক বিশ্বকোষ। আমাদের দেশাত্ববোধ অবশ্যই থাকবে, কিন্তু সেটিকে সংকীর্ণতার পর্যায়ে যেতে দেওয়া উচিত বলে আমি মনে করি না যে, আমার দেশ ও দেশের মানুষের সাথে মেলে না তাই প্রধান পাতায় তার অবস্থান হতে পারে না। একটি নির্বাচিত নিবন্ধ গুরুত্ব, লেখনশৈলী, ও অন্যান্য মান নির্দিষ্টকারী উপাদান নিয়েই নিজ যোগ্যতায় প্রধান পাতায় স্থান পায়। আপনি যদি আরও ৩০টি নিবন্ধ করতে চান তবে ভালো কথা, কিন্তু সেটি কেনো জোলিকে সরিয়ে শুধু দেশ ও অঞ্চলভিত্তিক হতে হবে কেনো সেটি গত দশ বছরেও আমার মাথায় ঢুকেনি, ভবিষ্যতেও হয়তো ঢুকবে না। ধন্যবাদ ও শুভ কামনা রইলো। — তানভির০৯:৪৭, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: ভাই, সমবেদনা জানাই, আপনার সাথে আমিও সহমত জ্ঞাপন করছি। আমার "জোলিকে সরিয়ে" কথাটা তুলে নিলাম। নতুন করে লিখলাম অ্যাঞ্জেলিনা জোলির পাশাপাশি রাজ্জাক, শাবানাও থাকুক। — কুউপুলক (আলাপ) ১০:০৭, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
কুউপুলক, মতামত জানিয়ে এখানে প্রস্তাবে সাহায্য করলে নতুন নিবন্ধ প্রধান পাতায় যোগ করতে পারব। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৯, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভাই, দু'দিন সময় চাইছি, বাছাইকরতে। — কুউপুলক (আলাপ) ১৫:৪০, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
হঠাৎ নির্বাচিত নিবন্ধের তালিকা দেখার ইচ্ছা হল এবং এখানে আসলাম। আপনারা ২০১৯ সালে নির্বাচিত নিবন্ধের তালিকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এখন ১ বছর পরেও তা ১০ এর বেশী হল না। নির্বাচিত নিবন্ধের সংখ্যা কি আর বাড়বে না? (আসলে অ্যাঞ্জেলিনা জোলির নিবন্ধটি বারংবার দেখতে দেখতে ভালো লাগে না তাই। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন) লাবিব (আলাপ) ১৫:৪৮, ৩০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, বাড়বে। তবে বাড়ার জন্য নিবন্ধগুলি পর্যালোচনা করা প্রয়োজন, যার জন্য লোক প্রয়োজন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০০, ৩০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আজ প্রায় ৪ বছরের বেশি হয় গেলো কিন্তু নির্বাচিত নিবন্ধ সংখ্যা ৯ টি। Rifat008 (আলাপ) ১৫:১৩, ১৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]