ক্যানিবাল করপস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যানিবাল করপস

ক্যানিবাল করপস একটি আমেরিকান ডেথ মেটাল ব্যান্ড যা ১৯৮৮ সালে গঠিত হয়। এই ব্যান্ড ১১টি স্টুডিও ও ১ টি লাইভ অ্যালবাম প্রকাশ করে। যদিও তেমন কোন মিডিয়ার প্রচারণা ছিল না, তারপরও তাদের প্রথম দু’টি অ্যালবাম প্রকাশের পর ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ক্যানিবাল করপসের অ্যালবাম বিক্রি সারা বিশ্বে ১ মিলিয়ন কপির বেশি ছাড়ায় ২০০৩ সালে যা তাদের সর্বকালের সর্বাধিক বিক্রিত ডেথ মেটাল ব্যান্ডের সম্মান এনে দেয়। ক্যানিবাল করপস স্লেয়ার, ডেথ, মরবিড এ্যাঞ্জেল প্রভূতি ব্যান্ড দ্বারা অনুপ্রাণিত একটি ব্যান্ড। এ ব্যান্ডের গানের কথা ও অ্যালবামের অঙ্গসজ্জা খুবই বিতর্কিত। অনেকবারই বিশ্বের বিভিন্ন দেশে তাদের সেন্সরবিহীন অ্যালবাম বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে । সমালোচনার জবাবে ক্যানিবাল করপসের সদস্যরা বলেন:

বর্তমান সদস্য[সম্পাদনা]

  • পল মারজুরকিউইচ
  • জর্জ ফিশার
  • প্যাট ও ব্রায়ান
  • রব বারেট
  • এ্যালেক্স ওয়েবস্টার

বহিঃসংযোগ[সম্পাদনা]