ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং (ওয়াইলি: chos rje ngag dbang) (১৫২৫-১৫৯১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু (ওয়াইলি: lcags ra sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং ১৫২৫ খ্রিষ্টাব্দে তিব্বতের কোংপো অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি সাংস-র্গ্যাস-দ্পাল (ওয়াইলি: sangs rgyas dpal) নামক দ্বিতীয় 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার নিকট শিক্ষালাভ করেন।১৫৫০ খ্রিষ্টাব্দে তিনি সাংস-র্গ্যাস-দ্পালের সঙ্গে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারে (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) যাত্রা করেন, যেখানে সাংস-র্গ্যাস-দ্পাল এবং দ্গে-'দুন-ব্ক্রা-শিস (ওয়াইলি: dge 'dun bkra shis) নামক বিহারের অষ্টম প্রধান তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। পরবর্তীকালে তিনি দক্ষিণ খাম্স অঞ্চলে অবস্থিত স্পো-বো-ছু-ম্দো (ওয়াইলি: spo bo chu mdo), ল্হো-ছোস-খ্রি-থাং (ওয়াইলি: lho chos khri thang), সুম-র্দ্জোং (ওয়াইলি: sum rdzong), ল্চাগ্স-র্তা-ম্দা'-ঝিং (ওয়াইলি: lcags rta mda' zhing) প্রভৃতি বৌদ্ধবিহারের দায়িত্ব পালন করেন। সাংস-র্গ্যাস-দ্পালের মৃত্যুর পর তিনি তার বহু স্বর্ণমূর্তি নির্মাণ করান, যা স্পো-বো-ছু-ম্দো (ওয়াইলি: spo bo chu mdo) প্রতিষ্ঠিত করা হয়। এছাড়া তিনি ল্হো-ছোস-খ্রি-থাং (ওয়াইলি: lho chos khri thang) বৌদ্ধবিহারে গৌতম বুদ্ধদ্বিতীয় দলাই লামা, ফান-ব্দে (ওয়াইলি: phan bde) বৌদ্ধবিহারে হেরুকাদ্রেপুং বৌদ্ধবিহারে যমান্তকের মূর্তি নির্মাণ করান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Second Chakra Tulku, Choje Ngawang"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৭ 
পূর্বসূরী
গ্রুব-থোব-সাংস-র্গ্যাস-দ্পাল-'ব্যোর
ছোস-র্জে-ঙ্গাগ-দ্বাং
দ্বিতীয় ল্চাগ্স-রা-স্প্রুল-স্কু
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-'ব্যোর-ব্জাং-পো