খামার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খামার বলতে এমন একটি স্থাপনাকে বুঝানো হয় যেখানে কৃত্রিম ভাবে যেকোন উদ্ভিদ বা প্রাণীর প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্য সাধন করা হয়। সাধারণত: গবাদী পশু এবং কিছু বাণিজ্যিক উদ্ভিদ ও প্রাণী এই প্রক্রিয়ায় উৎপাদনবিপণন করা হয়।।।

খামারের ইতিহাস[সম্পাদনা]

অঞ্চল ভিত্তিক উদাহরণ[সম্পাদনা]

বিশ্ব ব্যাপীই খামার প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিপণন কার্য সম্পাদিত হয়। বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই প্রক্রিয়াটি ভিন্ন ভিন্ন হয়ঃ

উত্তর আমেরিকা[সম্পাদনা]

যুক্তরাষ্ট্র এবং কানাডাতে গম, বার্লি, ভুট্টা প্রভৃতি চাষ করা হয় খামার প্রক্রিয়ায়। এছাড়াও গবাদী পশু, বিশেষত: গরু এবং শুয়োর পালন করা হয়।

বাংলাদেশ[সম্পাদনা]

কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বলে বাংলাদেশে বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে; যেমন: ডেইরি খামার রয়েছে ৪৭,৭১০টি,[১] পোলট্রি খামার, হাঁসের খামার,[২] ঘুঘুর খামার, কুমিরের খামার, মৌমাছির খামার, মৎস্য খামার, কাঁকড়ার খামার, ঝিনুকের খামার, হরিণের খামার,[৩] প্রভৃতি রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গাভীর খামার ব্যবস্থাপনা"। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৫ 
  2. হাসি ফোটাবে হাঁসের খামার
  3. "বিশ্বনাথের পল্লীতে হরিণের খামার : শৌখিন কৃষক আনোয়ার মিয়া'র সাফল্য"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৫