আলাপ:ক্যাপ্টেন হ্যাডক্‌

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি wikipedia কে অনুসরন করে আমি এখানে ক্যাপ্টেনের একটি ছবি দিতে চেষ্টা করেছি, কিন্তু কোন কারনে ছবিটি দেখা যাচ্ছে না । অভিজ্ঞ wikipedian রা একটু সাহায্য করবেন আশা করি । --Raiyan ২১:৫১, ২৮ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আর ছবিটি কমন্সে আপলোড করা নাই তাই বাংলা উইকিপিডিয়ায় দেখাচ্ছে না। ছবিট ইংরেজী উইকিপিডিয়ায় ফেয়ার ইউজ লাইসেন্সের আওতায় ব্যবহার করা হয়েছে, যে লাইসেন্সে এ ধরনের মিডিয়া বা ছবি শুধু ইংরেজী ভাষার উইকিপিডিয়ায় ব্যবহারের অনুমতি দেওয়া থাকে। তাই বাংলা উইকিপিডিয়ায় ছবিটি আবার আপলোড করে ব্যবহার করা যাবে না করলে কপিরাইট আইন ভঙ্গ করা হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০২:৫৪, ২৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
টিনটিন নিবন্ধের ছবি টাও একই জায়গা থেকে পাওয়া নয় কি ? আমি হ্যাডক ও টিনটিনের ইংরেজী নিবন্ধ এবং তাতে তাদের ছবিগুলো লক্ষ্য করে দেখেছি । দুটাতে একই ধরনের লাইসেন্স । হ্যাডকের ছবিতে যদি কপিরাইট ভঙ্গ হয়, টিনটিনের ছবিতেও তাহ্লে কপিরাইট ভঙ্গ করা হচ্ছে । --Raiyan ১৪:১১, ২৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই, তা যদি ফেয়ার ইউস লাইসেন্সের আওতায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করা উচিত নয়। হয়তো টিনটিন ছবিটি কোন ব্যবহারকারী ভুল করে ব্যবহার করেছে। ধন্যবাদ আপনাকে ভুল খুজে বের করার জন্য। সবার সাহায্যে এভাবেই উইকিপিডিয়ার সুদ্ধি হয়। আরও এমন ভুল থাকতে পারে দেখলে নিজে ঠিক করতে পারেন অথবা অভিজ্ঞ কাউকে জানাতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৫৯, ২৯ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]