চিং তাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিং তাং
জন্ম (1947-07-23) ২৩ জুলাই ১৯৪৭ (বয়স ৭৬)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনকিং'স কলেজ
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া
কর্নেল ইউনিভার্সিটি
পরিচিতির কারণজৈব এলইডি এবং বিষম্যভেদ্য জৈব ফোটোভোলটাইক কোষে তার কাজ
পুরস্কারজন রাজচম্যান পুরস্কার (২০০১)
ক্যারোথার্স অ্যাওয়ার্ড (২০০১)
হাম্বোল্ট রিসার্চ অ্যাওয়ার্ড (২০০৫)
ড্যানিয়েল ই. নোবেল পুরস্কার (২০০৭)
রসায়নে উলফ পুরস্কার (২০১১)
এডুয়ার্ড রাইন পুরস্কার (২০১৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান, রসায়ন, রাসায়নিক প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহরোচেস্টার বিশ্ববিদ্যালয়
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ইস্টম্যান কোডাক কোম্পানি
ডক্টরাল উপদেষ্টাআন্দ্রেয়াস সি. আলব্রেখ্ট

চিং তাং (চীনা: 鄧青雲; ফিনিন: Dèng Qīngyún; জন্ম: ২৩ জুলাই ১৯৪৭, হংকং) একজন হংকং-আমেরিকান ভৌত রসায়নবিদ। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ইনভেন্টর্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন, ওএলইডি (স্টিভেন ভ্যান স্লাইকের সাথে একত্রে) উদ্ভাবনের জন্য এবং রসায়নে ২০১১ উলফ পুরস্কারে ভূষিত হন। [১] ট্যাং হলেন হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ব্যাংক অফ ইস্ট এশিয়ার আইএএস। এর আগে রোচেস্টার বিশ্ববিদ্যালয়ে ডরিস জনস চেরি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। [২][৩]

জীবনী[সম্পাদনা]

তাং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে ১৯৭০ সালে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে ভৌত রসায়নে ১৯৭৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১০৭৫ সালে ইস্টম্যান কোডাক এ রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮১ সালে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট পদে উন্নীত হন, ১৯৯০ সালে রিসার্চ অ্যাসোসিয়েট এবং ১৯৯৮ সালে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে উন্নীত হন। ২০০৬ সালে তিনি রোচেস্টার বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন। তাং অর্গানিক লাইড এমিটিং ডায়োড এবং হেটারো-জাংশন অর্গানিক ফটোভোল্টায়িক সেল এর উদ্ভাবক।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Inductee Ching Wan Tang, Who Invented OLED, Enhanced Efficiency"National Inventors Hall of Fame। ২০১৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯ 
  2. "Ching W. Tang's homepage"। University of Rochester Chemical Engineering Department। অক্টোবর ৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৯, ২০১০ 
  3. "HKUST Jockey Club Institute for Advanced Study (IAS) Naming Ceremony and Inauguration of HKUST Jockey Club IAS Named Professorships A Significant Platform to Bring Together Brilliant Minds"। Hong Kong University of Science and Technology। সংগ্রহের তারিখ জানু ২৮, ২০১৪ 

আরও দেখুন[সম্পাদনা]