ব্যবহারকারী আলাপ:Rinfoli
আলোচনা যোগ করুনসুপ্রিয় Rinfoli! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৭:০৫, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
পাতা স্থানান্তর
[সম্পাদনা]উইকিতে আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি বেশ কয়েকটি নিবন্ধে আলাপ পাতায় কোন প্রকার আলাপ আলোচনা ব্যরিরেক নিজের ইচ্ছেমত নিবন্ধের শিরোনাম পরিবর্তন করছেন। যেটি উইকির নীতিমালা মোতাবেক কাম্য নয়। এছাড়াও আপনার শিরোনাম পরিবর্তন যথেষ্ট ভূল পরিলক্ষিত হচ্ছে। যেমনঃ আপনার শিরোনাম পরিবর্তন করা নিবন্ধ শাইখ মুহাম্মাদ আব্দুল কাইয়ুম ( ওলামা); যেটি অবশ্য হওয়া উচিত ছিল শাইখ মুহাম্মাদ আব্দুল কাইয়ুম (ওলামা)। এছাড়াও আপনি আজিজুল হক (মুহাদ্দিস)) শিরোনামে স্থানান্তর করেছেন; যেটি অবশ্য হওয়া উচিত ছিল আজিজুল হক (মুহাদ্দিস)। তাই দয়া করে শিরোনাম পরিবর্তন বিষয়ে সতর্কবান অবলম্বন করুন এবং কোন নিবন্ধের শিরোনাম পরিবর্তন করার পূর্বে উক্ত নিবন্ধের আলাপ পাতায় আপনার মতামত তুলে ধরুন। তারপর আপনার মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন হলে তারপর শিরোনাম পরিবর্তন করুন। আশা করছি যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। ভাল থাকবেন। ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ১৩:০০, ২৮ মে ২০১৪ (ইউটিসি)