আলাপ:জাতীয় বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়" নামের কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে নেই। যেটি আছে, তার নাম সরকারী ভাবেই "জাতীয় বিশ্ববিদ্যালয়"।

দ্বিতীয়তঃ এই নামে (অর্থাৎ "জাতীয় বিশ্ববিদ্যালয়") আর কোনো বিশ্ববিদ্যালয় কোথাও কি আছে? একটু লিংক বা উদাহরণ দেখতে চাইছি। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩৬, ১৮ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

রাগিব ভাই ইংরেজিটাতেই তো সব পেয়ে যাবেন। National UniversityNational university।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:৪৫, ১৮ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি নাম নিয়ে তো কথা বলছি না জয়ন্তদা। এখানে বলছি "জাতীয় বিশ্ববিদ্যালয়" নামে কি আছে কোথাও? কারণ ভুক্তিটির শিরোনাম এখানে "জাতীয় বিশ্ববিদ্যালয়" ... ন্যাশনাল ইউনিভার্সিটি নয়। এখানে যদি অন্যান্য জায়গাতেও একই নামে ("জাতীয় বিশ্ববিদ্যালয়") কিছু থেকে থাকে, তাহলে দ্ব্যর্থতা নিরসন করা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেই এই ভুক্তিটির শিরোনাম "বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়" করাটা ভুল হবে, কারণ প্রতিষ্ঠানটির পূর্ণ নাম হল "জাতীয় বিশ্ববিদ্যালয়"। (আগে "বাংলাদেশ" নেই)। একই নামের আরো কিছু বের হলে সে ক্ষেত্রে বড়জোর এই ভুক্তিটিকে "জাতীয় বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ)" নামে সরানো যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৮, ১৮ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় লেখাটি আমি ইংরেজি নিবন্ধে পেয়েছিলাম। যাই ব্যাপারটা যদি তাই হয় তাহলে সরিয়ে নিন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১২, ১৮ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

শুধু "জাতীয় বিশ্ববিদ্যালয়"-ই হবে।