আলাপ:১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প অলিম্পিক (মূল্যায়ন - মান B)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প অলিম্পিকের অংশ, যা উইকিপিডিয়ায় অলিম্পিক সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
B-Class article ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী B-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

Infobox বিভ্রাট[সম্পাদনা]

Infobox টিতে কিছু গোলমাল আছে, যেগুলি ঠিক করার প্রয়োজম আছে।

১। ইংরেজী শব্দগুলির বাংলা হওয়া প্রয়োজন। ২। ওখানে সবকিছুই অলিম্পিক নামে লিঙ্ক দিচ্ছে। যেমন এই Infobox এ '১৯৪৮ গ্রীষ্মকালীন' এর পরে নিবন্ধে আপনা আপনি অলিম্পিক নাম চলে আসছে, ফলে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স নামের নিবন্ধ থাকলেও এক্ষেত্রে সেটি লিঙ্ক খুঁজে না পেয়ে লাল হয়ে থাকছে। এছাড়াও box টি তে যে অলিম্পিক এর সাল গুলি আছে, সেগুলিও একই কারণে লাল হয়ে থাকছে। ৩। Infobox এ ব্রোঞ্জ পদুকের বদলের তামা দেখা যাচ্ছে। -- B. Mandal (আলাপ) ১৬:১১, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক করা হয়েছে। আরো কিছু চোখে পড়লে জানাবেন। --লিমন ১৬:৫০, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ লিমন, বেশ কিছু গোলমাল সঠিক পথে এনে দিয়েছেন। কিন্তু Infobox এর সালগুলি এখনো বেশ গোলমেলে অবস্থায় রয়েছে। B. Mandal (আলাপ) ১৭:৪৬, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]


flagIOCteam বিভ্রাট[সম্পাদনা]

প্রিয় লিমন,  ভারত (IND) বা বিভিন্ন দেশের flagIOCteam এর কোড দিলে আপনা আপনি ভাবে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত - এই রকম লাল লিঙ্ক নিয়ে নিচ্ছে। হকি ও বক্সিং পরিচ্ছেদ গুলি দেখলেই বুঝতে পারবেন। আগের মতো এটিও ঠিক করে দেবেন আশা করছি। B. Mandal (আলাপ) ১৭:৪৬, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক হয়েছে (লাল লিঙ্ক দেখাবে না) --লিমন ১৮:০৫, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ লিমন, আপনার তুলনা হয় না। :-) B. Mandal (আলাপ) ১৮:২৪, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

flagIOCathlete বিভ্রাট[সম্পাদনা]

প্রিয় লিমন,  ফ্র্যাঙ্কি সোডানো (USA) বা বিভিন্ন দেশের flagIOCathlete এর কোড দিলে আপনা আপনি ভাবে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র - এই রকম লাল লিঙ্ক নিয়ে নিচ্ছে। বক্সিং পরিচ্ছেদটি দেখলেই বুঝতে পারবেন। আগের মতো এটিও ঠিক করে দেবেন আশা করছি।B. Mandal (আলাপ) ২১:৫১, ৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]