রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়

স্থানাঙ্ক: ২৫°৪৭′৪০″ উত্তর ৮৯°৩২′৩৫″ পূর্ব / ২৫.৭৯৪৫৭৫° উত্তর ৮৯.৫৪২৯৪৮° পূর্ব / 25.794575; 89.542948
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
স্থানাঙ্ক২৫°৪৭′৪০″ উত্তর ৮৯°৩২′৩৫″ পূর্ব / ২৫.৭৯৪৫৭৫° উত্তর ৮৯.৫৪২৯৪৮° পূর্ব / 25.794575; 89.542948
তথ্য
প্রতিষ্ঠাকাল২ ফেব্রুয়ারি ১৯৪৯ (1949-02-02)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর
ইআইআইএন১২২৪৬৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমো. আশরাফুল
লিঙ্গছেলে এবং মেয়ে
ভাষাবাংলা
সময়সূচির ধরনশহুরে
ওয়েবসাইটrajarhatpilothighschool.org

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি ১৯৪৯ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১]

অবস্থান[সম্পাদনা]

বিদ্যালয়টি উপজেলা সদর এর প্রাণ কেন্দ্রে রাজারহাট-উলিপুর জেলা-বোর্ড সড়ক সংলগ্ন পশ্চিম দিকে অবস্থিত। এর উত্তরে মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ ও দক্ষিণে চাকির পশার তালুক প্রাথমিক বিদ্যালয়,মুক্তিযোদ্ধা সংসদ রাজারহাট অবস্থিত।[২]

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়ের পূর্ব দিকে ৮ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন,উত্তর দিকে ৩ কক্ষ বিশিষ্ট অফিস ভবন এবং ৮ কক্ষ বিশিষ্ট টিন শেড ভবন আছে। এছাড়া ১টি সাধারণ কক্ষ,১টি পাঠাগার কক্ষ,মহিলা শিক্ষিকাদের সাধারণ কক্ষ ১টি,ক্রীড়া ও স্কাউট কক্ষ ১টি ও ১টি পরীক্ষাগার আছে। ২টি প্রোজেক্টর, ১১টি ডেক্সটপ,৪টি ল্যাপটপ ও ৩টি প্রিন্টার সহ একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব আছে। বিদ্যালয়ের সামনে ১টি সুবিশাল খেলার মাঠ আছে।[২]

প্রতিষ্ঠা[সম্পাদনা]

বিদ্যালয়টি ১৯৪৯ খ্রীঃ ২রা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন মরহুম আহমদ হোসেন মণ্ডল ও মরহুম মোহন মিয়া। জমি দান করেন মরহুম আনেছ উদ্দিন পণ্ডিত ও আলহাজ্ব হোসেন আলী (বাবুহাজী)। এলাকার অন্যান্য স্থানীয় শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এটি প্রতিষ্ঠা লাভ করে।[২]

শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ[সম্পাদনা]

প্রতিষ্ঠা লগ্নথেকে যারা সুদক্ষভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন- তারা হলেন স্বগীয় বাবু যতীন্দ্র মোহন সরকার(প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক), মরহুম আব্দুল বাতেন, মরহুম আব্দুল্লাহ সরওয়ারর্দী(সাবেক গণ-পরিষদ সদস্য), জনাব আব্দুল কাদের মিয়া(ভারপ্রাপ্ত), বাবু উপেন্দ্রনাথ সরকার(ভারপ্রাপ্ত), মরহুম আকবর আলী সরকার(ভারপ্রাপ্ত), বাবু পরেশ চন্দ্র সরকার(ভারপ্রাপ্ত), জনাব আব্দুস ছালাম চাষি(ভারপ্রাপ্ত),জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ(ভারপ্রাপ্ত), জনাব আব্দুল বাতেন সরকার(ভারপ্রাপ্ত)।

বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন জনাব আশরাফুল ইসলাম। বিদ্যালয়ে বর্তমান কর্মরত ১৮ জন শিক্ষক,২ জন অফিস সহকারী, ৫জন ৪র্থ শ্রেণীর কর্মচারীর অক্লান্ত পরিশ্রম, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দক্ষতা ও মেধা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ঐতিহ্য রক্ষায় আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।[২]

শিক্ষাব্যাবস্থা[সম্পাদনা]

বর্তমানে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিন বিভাগে প্রায় ১১০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।[২]

ফলাফল[সম্পাদনা]

প্রতি বছর জেএসসিএস এস সি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্ব শ্রেষ্ঠ বিদ্যালয় হবার গৌরব অর্জন করে। প্রতি বছর এর শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষায় মেধা বৃত্তি সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদালয়ে অধ্যয়ন করছে । এর অনেক প্রাক্তন শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন উচ্চ পদে আসীন।[২]

সম্পর্কযুক্ত পাতা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি"amarsangbad.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৫ 
  2. Official website Rajarhat Pilot High School। "pdf_rajarhat-pilot-high-school-total-information"। ১৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫