বিষয়বস্তুতে চলুন

আবিদা পারভিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন নিবন্ধ: আবিদা পারভিন
(কোনও পার্থক্য নেই)

১১:৩১, ৮ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

আাবিদা পারভিন (জন্ম: ১৯৫৪ সাল)[১], পাকিস্তানের কিংবদন্তীতুল্য সঙ্গীত শিল্পী। বর্তমান সুফি গানের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম।তিনি প্রধানত গজল,উর্দু প্রেমের গান পরিবেশন করে থাকেন[২]। আবিদা পারভিন হিন্দি, সিন্ধি, উর্দু, পাঞ্জাবী, ফার্সীসহ বিভিন্ন ভাষায় গান পরিবেশন করেন।

প্রাথমিক জীবন

আবিদা পারভিন পাকিস্তানের সিন্ধি প্রদেশের লারকানা নামক এক মহল্লায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে মুসলিম ভাব সুফি ধারায়[৩]। কারণ তার পূর্ব পুরুষেরা মুসলিম সুফি সাধকদের সেবা করত। তার বাবা উস্তাদ গোলাম হায়দার এর হাতেই গানে তার হাতেকড়ি।পারভিন প্রায় তার পিতার সাথে বিভিন্ন সুফিদের দরবার বা মাজারে কাওয়ালী পরিবেশন করতেন।সুফি সঙ্গীতের উপর পারভিনের দখল এতই বেশি ছিল যে তার পিতা তার ভাইদরে থেকে তাকেই বেশি পছন্দ করতেন। মাত্র তিন বছর বয়সেই তিনি প্রথম সর্ম্পূণ সুফি গানে কন্ঠ দেন।

কর্মজীবন

সত্তর দশকের শুরুর দিকেই তিনি বিভিন্ন দরগাহ এবং ওরশে সুফি গান পরিবেশন শুরু করেন।১৯৭৩ সালে[৪] পারভিন পাকিস্তানের হায়দ্রাবাদে রেডিও পাকিস্তান এ তার পেশাদারি কর্মজীবন শুরু করেন। ১৯৭৭ সালে তিনি রেডিও পাকিস্তান এর সাথে স্থায়ীভাবে চুক্তি করেন। ২০১০ সালে তিনি ভারত-পাকিস্তানের যৌথে উদ্দ্যেগে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা সুর ক্ষেত্র নামক একটি প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশগ্রহণ করেন[৫]

ব্যক্তিগত জীবন

পারিবারিক জীবন

১৯৭৫ সালে রেডিও পাকিস্তানের প্রযোজক গোলাম হোসেন শেখ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন[৬]। গোলাম হোসেন শেখের সাথে বিবাহ তার সঙ্গীত জীবনে এক অন্য মাত্রা যোগ করে। পারভীনের সঙ্গীত জীবনকে এরা সুসংহত করার জন্য তার স্বামী ১৯৮০ সালে [৭]রেডিও পাকিস্তান থেকে অবসর গ্রহণ করেন।তাদের দাম্পত্য জীবনে দুইটি কন্যা এবং একটি ছেলে জন্ম নেয়।পরিবার থেকে পারভিন সঙ্গীতে প্রচুর অনুপ্রেরণা লাভ করেন।

পোশাক শৈলী

পারভীন একটি স্বতন্ত্র পোশাক শৈলী আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে।তিনি কোট দিয়ে ঢেকে থাকা এক ধরনের লম্বা ফ্রক পরিধান করেন। তিনি সবসময় আজরাক নামক এক ধরনের সিন্ধি [[ওড়না] পরিধান করেন। পারভিন সব সময় তার কোঁকড়া চুল খোলা রাখেন।

বিখ্যাত কিছু গান

  • সাদে ভেহরে আয়া[৮] Sade Vehrre Aaya
  • সাকী ষাজবাজ কালান্দার Sakhi Shahbaz Qalander
  • রাঙ বাঁতে কারেন Rang Batein Karen
  • হাম না নাখাত হ্যা Hum Na Nakhat Hai
  • মাহি ইয়ার দি ঘারলী Mahi Yaar Di Gharoli
  • দামা দাম মাস্ত কালান্দার Duma Dum Mast Qalandar
  • তেরে ইশকে নাচাইয়া Tere ishq nachaya

পুরষ্কার

আবিদা পারভিন বিভিন্ন সময় বিভিন্ন পুরষ্কারসম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সঙ্গীতে অনন্য অবদান রাখার জন্য পাকিস্তনের গর্ব হিসেবে ১৯৮৪ সালে[৯] পাকিস্তানের রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হন। ২০১২ সালে[১০] ভারতের কালাধর্মি বেগম আক্তার একাডেমি অব গজল তাকে আজীবন সম্মাননা দেয়। এছাড়া ২০০৫ সালে সিতারা্ এ ইমতিয়াজ[১১], ২০১৩ সালে হিলাল এ ইমতিয়াজ[১২], ২০১৩ সালে শ্রেষ্ঠ প্লে-ব্যাকে অ্যারি ফিল্ম অ্যাওর্য়াড[১৩] , ১৯৮৪ সালে গোল্ড লাল শাহবাজ কালান্দার অ্যাওর্য়াড, ‍শাহ ভিঠ্ঠাই অ্যাওর্য়াড (দুইবার), পাকিস্তান টেলিভিশন অ্যাওর্য়াডসহ আরো অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন।

তথ্যসূত্র

  1. "ABIDA PARVEEN"www.hollandfestival.nl 
  2. "Fell the Romance of Sufi Music"www.dailymotion.com 
  3. "Abida Parveen, Singers is famous for Singing, Pakistani celebrity."www.pak101.com 
  4. [[১] "India honours Abida Parveen with life time achievement award"] |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)www.dawn.com 
  5. "SUR KSHETRA"colors.in.com 
  6. "Biography"www.hollandfestival.nl 
  7. "marital relation"en.wikipedia.org 
  8. "Top 10 Sufi by Abida Parveen"www.allmusic.com 
  9. "1984"en.wikipedia.org 
  10. "India honours Abida Parveen with life time achievement award"www.dawn.com 
  11. "Sitara-e-Imtiaz in 2005."www.dawn.com 
  12. "Recognition: President Zardari confers top civil awards"tribune.com.pk 
  13. "About Abida Parveen & Iranian Group"www.mtv.com