সৈয়দ বদরুদ্দোজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Syed Badrudduja
সৈয়দ বদরুদ্দোজা
Mayor of Kolkata
কাজের মেয়াদ
1943 - 1944
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০০-০১-০৪)৪ জানুয়ারি ১৯০০
Murshidabad district, Bengal Presidency, British India
মৃত্যু১৮ নভেম্বর ১৯৭৪(1974-11-18) (বয়স ৭৪)
জাতীয়তাIndian
রাজনৈতিক দলAll-India Muslim League
সন্তান10, including Syeda Sakina Islam and Syeda Razia Faiz
পেশাPolitician

সৈয়দ বদরুদ্দুজা ( বাংলা: সৈয়দ বদরুদ্দোজা </link> ; ৪ জানুয়ারী ১৯০০ - ১৮ নভেম্বর ১৯৭৪) ছিলেন একজন ভারতীয়-বাঙালি রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং কর্মী। [১] তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, ভারতীয় সংসদ লোকসভার সদস্য এবং কলকাতার মেয়র ছিলেন। [১] তিনি খিলাফত আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের মতো ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইউনাইটেড বেঙ্গল প্রস্তাবের একজন উকিল ছিলেন। [১]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

বদরুদ্দোজা ১৯০০ সালের ৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে সৈয়দ আবদুল গফুরের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসা, প্রেসিডেন্সি কলেজ কলকাতা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং এমএ এবং এলএলবি অর্জন করেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

বদরুদ্দোজা প্রগতিশীল মুসলিম লীগের সেক্রেটারি হিসেবে যোগদান করেন। তিনি চিত্ত রঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বাঙালি নেতাদের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে কাজ করেছিলেন। [১] তিনি কৃষক প্রজা পার্টির সাথেও যুক্ত ছিলেন। [৩] পরে তিনি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টির সভাপতি হন। [৩] তিনি বাংলার প্রগ্রেসিভ অ্যাসেম্বলি পার্টির সেক্রেটারি এবং প্রগ্রেসিভ কোয়ালিশন পার্টি, বেঙ্গলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। [৩] তিনি ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন। দেশভাগের পর তিনি ভারতে থাকার সিদ্ধান্ত নেন। [১] [৪] তিনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 1940-46, বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, 1946-47, পশ্চিমবঙ্গ বিধানসভা, ১৯৪৮-৫২ এবং ১৯৫৭-৬২ এর সদস্য ছিলেন; সদস্য, তৃতীয় লোকসভা, ১৯৬২-৬৭ এবং চতুর্থ লোকসভা- ১৯৬৭-৭০। [৩]

ব্যক্তিগত জীবন এবং মৃত্যু[সম্পাদনা]

বদরুদ্দুজার বিয়ে হয়েছিল রাকিয়া খাতুনের সঙ্গে। [৫] সৈয়দা সাকিনা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আলী (মৃত্যু 2010), সৈয়দা সালমা রহমান, সৈয়দা রাজিয়া ফয়েজ (1936-2013), সৈয়দ হায়দার আলী, সৈয়দা আসিয়া কাদির, সৈয়দ আশরাফ আলী (1939-2016), সৈয়দা ফাতিমা ইসলাম সহ তাদের সন্তান ছিল।, সৈয়দ রেজা আলী ও সৈয়দা জাকিয়া আহসান। [৬] 1974 সালের 18 নভেম্বর তিনি মারা যান [৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Islam, Sirajul (২০১২)। "Badrudduja, Syed"Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh 
  2. Encyclopaedia of Muslim Biography: India, Pakistan, Bangladesh 
  3. "Members : Lok Sabha"। Parliament of India। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭ 
  4. Malik, Iftikhar H. (১৯৯১)। Us-South Asian Relations 1940-47: American Attitudes Toward The Pakistan Movement (ইংরেজি ভাষায়)। Springer। পৃষ্ঠা 176। আইএসবিএন 9781349212163 
  5. "Former Islamic Foundation DG, scholar Syed Ashraf Ali dies"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭ 
  6. Ahsan, Syed (১২ অক্টোবর ২০১২)। "Remembering Syed Mohammad Ali"The Daily Star। ২৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭ 
  7. Ahsan, Syed (১৮ নভেম্বর ২০১৫)। "Syed Badrudduja . . . the erudite politician"The Daily Observer। ১৮ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭