রেণুকাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রেণুকাচার্য (কন্নড়: ರೇಣುಕಾಚಾರ್ಯ)( রেবণারাধ্য বা রেবণসিদ্ধ নামেও পরিচিত) ছিলেন সেই পাঁচ আচার্যের অন্যতম যারা কলিযুগে এসেছিলেন বীরশৈবধর্ম শিক্ষা দিতে এবং প্রচার করতে। তিনি সোমেশ্বর লিঙ্গ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে কথিত আছে, কিন্তু বীরশৈবধর্ম প্রচারের জন্য তিনি সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন। সোমেশ্বর মন্দিরগুলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের যাদাদ্রি জেলার আলের সিটির কোলিপাকি বা কোলানুপাকাতে অবস্থিত।

গ্রন্থগুলো এই ঐতিহাসিক সাধককে রামায়ণের সময়কার বলে উল্লেখ করেছে যেহেতু তিনি পঞ্চবটীর মহান ঋষি অগস্ত্যের শিক্ষক ছিলেন।[১] এই সাধক রাবণের মৃত্যুর পরে রাবণের ভাই বিভীষণের আদেশে ৩০ মিলিয়ন লিঙ্গ পবিত্র করেছিলেন বলে কথিত আছে।

অবশেষে তিনি ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কামাগালুরু জেলার নরসিংহরাজপুরা তালুকের একটি গ্রামে বালেহোন্নুরে রম্ভাপুরী মঠ প্রতিষ্ঠা করেন। বীরশৈবদের রেণুকা গোত্রের নামকরণ করা হয়েছে তাঁর নামে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Veerashaiva Panchacharyaru" 
  2. Nandimath, S.C. (১৯৪২)। A handbook of Vīraśaivism। L.E. Association। পৃষ্ঠা 14–15।