পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন, ১৯৬১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন, ১৯৬১ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইনসভার একটি আইন, যা তৎকালীন দার্জিলিং জেলার তিনটি পার্বত্য মহকুমা (বর্তমানে কালিম্পং জেলা ও দার্জিলিং জেলার দুই পার্বত্য মহকুমা) ব্যতীত আইন প্রণয়ন সহ সমস্ত রাষ্ট্রীয় ব্যবসার জন্য বাংলা ভাষাকে সরকারি মর্যাদা প্রদান করে। কালিম্পং ও দার্জিলিং জেলায় বাংলা নেপালি উভয় ভাষা স্বীকৃত।[১] বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময় এটি পাস হয়।[ক] নেপালিদের জন্য দাবিগুলি মূলত দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং মহকুমায় নেপালিভাষী গোর্খা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কাছ থেকে এসেছিল।[৩] ১৯৯২ সালে নেপালি ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে ভারতে সরকারি মর্যাদাসহ একটি ভাষা হিসাবে স্বীকৃত হয়।[খ]

টীকা[সম্পাদনা]

  1. "বি.সি. রায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ১৯৬১ সালে এআইজিএল আন্দোলনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা আইন অনুসারে নেপালিকে রাজ্যের দ্বিতীয় ভাষা হিসাবে তৈরি করে।"[২]
  2. "অবশেষে নেপালি ভাষা ১৯৯২ সালে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল আরেক নেপালি ভারতীয় নেতা এবং সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী নর বাহাদুর ভান্ডারির আন্দোলনের জন্য ধন্যবাদ।"[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

=উৎস[সম্পাদনা]

  • Bagchi, Romit (২০১২), "Evolution of Political Views, Footnote 24", Gorkhaland: Crisis of Statehood, Thousand Oaks, CA and New Delhi: SAGE publications, আইএসবিএন 978-81-321-0726-2 
  • Chatterjee, Shibashis (২০২০), "The Left Front and the Politics of Regionalism in West Bengal", Chatterji, Rakhahari; Basu, Partha Pratim, West Bengal Under the Left 1977–2011, London and New York: Routledge, পৃষ্ঠা 66–90, আইএসবিএন 978-0-367-34850-2 
  • Dasgupta, Atis (১৯৯৯)। "Ethnic Problems and Movements for Autonomy in Darjeeling"। Social Scientist। Social Scientist। 27 (11–12): 47–68। জেস্টোর 3518047ডিওআই:10.2307/3518047 
  • Sen, Jahar (১৯৮৯), "Appendix 5: The West Bengal Official Language Act, 1961", Darjeeling: A Favoured Retreat, New Delhi: Indus Publishing Company, পৃষ্ঠা 107–108, আইএসবিএন 81-85182-15-9