পশ্চিমবঙ্গের প্রতীক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিমবঙ্গের প্রতীক
আর্মিজারপশ্চিমবঙ্গ সরকার
গৃহীত২০১৮
ক্রেস্টভারতের জাতীয় প্রতীক
প্রতীকচিহ্নের বিবরণপৃথিবীর আংশিক মানচিত্র (গ্লোব), বাংলা বর্ণ (), পশ্চিমবঙ্গের মানচিত্র
নীতিবাক্যসত্যমেব জয়তে

পশ্চিমবঙ্গের প্রতীক বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতীক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি সীলমোহর।[১]

নকশা[সম্পাদনা]

"বিশ্ববাংলা আবহের" (থিম) উপর ভিত্তি করে প্রতীকটির নকশা করা হয়। প্রতীকটিতে একটি ফুল-আকৃতির নকশাকৃত বৃত্তের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রের পাশাপাশি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের খণ্ডাংশ প্রদর্শিত সবুজ রঙের পৃথিবীর মানচিত্রের উপর বাংলা "" বর্ণ প্রদর্শিত রয়েছে। বৃত্তের অভ্যন্তরে তথা পৃথিবীর আংশিক মানচিত্রের উপরে আকাশী পটভূমিতে বাংলা ভাষালিপিতে পশ্চিমবঙ্গ সরকার এবং নিচে ইংরেজিতে GOVT. OF WEST BENGAL লিখা রয়েছে। ফুল-আকৃতির বৃত্তটির উপরে রয়েছে সবুজ রঙে ভারতের জাতীয় প্রতীক[২] সার্বিকভাবে প্রতিকটিতে সবুজ রঙের প্রাধান্য বিদ্যমান।

ইতিহাস[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান প্রতীকটির নকশা করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রতীকটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।[৩][৪] ২০১৮ সালে এই নতুন প্রতীক গ্রহণের পূর্বে রাজ্য সরকার সরকারি কাজে ভারতের জাতীয় প্রতীক ব্যবহার করলেও বিপণনের কাজে একটি স্বতন্ত্র প্রতীক ব্যবহার করতো। "বাংলার মুখ" নামে পরিচিত এই লোগোতে লাল রঙের ওড়না দিয়ে ঘেরা নারীর মুখকে চিত্রিত করা হয়েছে।[৫]

সরকারি ব্যানার[সম্পাদনা]

বর্তমানে ভারতের কোন রাজ্যের নিজস্ব পতাকা না থাকলেও রাজ্য সরকার সাদা জমিনের উপর নিজ রাজ্য সরকারের প্রতীক বসানো ব্যানারের মাধ্যমে নিজ রাজ্যের প্রতিনিধিত্ব করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের ব্যানারেও একই ভাবে সাদা জমিনের উপর রাজ্যের প্রতীক প্রদর্শিত হচ্ছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.wb.gov.in/portal/web/guest/landing
  2. "Mamata unveils State logo with Biswa Bangla theme" 
  3. "Mamata Banerjee"www.facebook.com 
  4. "Official Emblem for the State of West Bengal - WBXPress"। ১ ফেব্রুয়ারি ২০১৮। 
  5. "HDA"। ১৭ এপ্রিল ২০১৭। ১৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. https://www.dreamstime.com/west-bengal-state-india-flag-textile-cloth-fabric-waving-top-sunrise-mist-fog-west-bengal-state-india-flag-textile-image127909913

বহিঃসংযোগ[সম্পাদনা]