দেওবন্দের উসমানি পরিবার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উসমানি পরিবার
দেওবন্দি
বাবা-মা বাড়িদেওবন্দ, সাহারানপুর, ভারত
দেশভারত
বর্তমান অঞ্চলদেওবন্দ
প্রতিষ্ঠিতঅষ্টম হিজরি
প্রতিষ্ঠাতাআবুল ওয়াফা উসমানি (উসমান ইবনে আফ্ফানের বংশধর)
সদস্য
সংযুক্ত সদস্যথানভি পরিবার, নানুতার সিদ্দিকি পরিবার, মিয়াঁজি শুকরুল্লাহ, মুহাম্মদ শফি উসমানি, মুহাম্মদ রফি উসমানি, মুহাম্মদ তাকি উসমানি
ধর্মইসলাম

দেওবন্দের উসমানি পরিবার হল প্রধাণত ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে বসবাসকারী একটি মুসলিম পরিবার, যারা তৃতীয় রাশিদুন খলিফা উসমান ইবনে আফ্ফানের বংশধর। এ পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান উসমানি, মাহমুদ হাসান দেওবন্দি, আজিজুর রহমান উসমানি এবং শাব্বির আহমদ উসমানি

এই পরিবারের ফজলুর রহমান উসমানি, নেহাল আহমদ, মেহতাব আলী এবং জুলফিকার আলী দেওবন্দি দারুল উলুম দেওবন্দের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং আতিকুর রহমান উসমানি নাদওয়াতুল মুসান্নিফীন এবং অল ইন্ডিয়া মুসলিম মজলিসে মুশাওয়ারাতের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

উবাইদ ইকবাল আসিম রচিত মাওলানা জাফর আহমদ: হায়াত ও খিদমাত বইয়ে দেওবন্দের উসমানি পরিবারের ইতিহাস এভাবে উল্লেখ করেছেন:

দেওবন্দে বসবাসকারী বিখ্যাত সাধুব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন খাজা আবুল ওয়াফা উসমানি, যিনি জালালুদ্দীন কবির আওলিয়া পানিপথির চাচাতো ভাই ছিলেন।[১] অষ্টম হিজরি শতাব্দীতে তিনি দেওবন্দে বসতি স্থাপন করেছিলেন।"[১]

আসিম আরও উল্লেখ করেন যে, দেওবন্দের উসমানি পরিবারের অধিকাংশ সদস্যই আবুল ওয়াফা উসমানির বংশধর।[১]

দশ যুগ পর লুৎফুল্লাহ-এর বংশে আবুল ওয়াফা উসমানি জন্মগ্রহণ করেন। তিনি মুঘল সম্রাট শাহ জাহানের দরবারে কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।[১]

বংশপরম্পরা[সম্পাদনা]

আবুল ওয়াফা উসমানির বংশপরম্পরা নিম্নরূপ:

আবুল ওয়াফা ইবনে উবাইদুল্লাহ ইবনে হুসাইন ইবনে আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল হাকিম ইবনে হাসান ইবনে আব্দুল্লাহ ইবনে ইয়াকুব ইবনে ঈসা ইবনে ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে আলী ইবনে উসমান ইবনে আব্দুল্লাহ হিরমানি ইবনে আব্দুল্লাহ গারজুনি ইবনে আব্দুল আজিজ ৩য় ইবনে খালিদ ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল আজিজ ২য় ইবনে শিহাবুদ্দীন ইবনে আব্দুল্লাহ ২য় ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উসমান ইবনে উসমান ইবনে আফ্ফান[২]

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ[সম্পাদনা]

ফজলুর রহমান উসমানি[সম্পাদনা]

ফজলুর রহমান উসমানি (১৮৩১ - ১৫ জুন ১৯০৭)[৩] ছিলেন দারুল উলুম দেওবন্দের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা।[৪] তার বংশধারা হচ্ছে:

ফজলুর রহমান ইবনে মুরাদ বখশ ইবনে গোলাম মুহাম্মদ ইবনে গোলাম নবী ইবনে লুৎফুল্লাহ ইবনে মুহাম্মদ আশিক ইবনে ফরিদ উসমানি ইবনে আবু মুহাম্মদ ইবনে মুহাম্মদ হাফিজ মুহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল হাকিম ইবনে সাঈদ ইবনে মুহাম্মদ ফজলুল্লাহ ইবনে আবুল ওয়াফা উসমানি।[২]

তার ছেলেদের মধ্যে আজিজুর রহমান উসমানি এবং শাব্বির আহমদ উসমানি অন্যতম। নাদওয়াতুল মুসান্নিফীন এবং অল ইন্ডিয়া মুসলিম মজলিসে মুশাওয়ারাত-এর সহ-প্রতিষ্ঠাতা আতিকুর রহমান উসমানি হলেন সম্পর্কে তার নাতি।[৪][৫] শামস নাভেদ উসমানি ছিলেন আরেক নাতি।[৬] আজিজুর রহমান উসমানির নাতি কাফিলুর রহমান নিশাত উসমানি ফতোয়ায়ে আলমগীরী উর্দু ভাষায় অনুবাদ করেন।[৭]

১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পর শাব্বির আহমদ উসমানি মুহাম্মদ আলী জিন্নাহ এবং নিখিল ভারত মুসলিম লীগের অন্যান্য নেতৃবর্গের উপস্থিতিতে করাচিতে পতাকা উত্তোলন করেন।[৮]

শেখ ফতেহ আলী[সম্পাদনা]

শেখ ফতেহ আলী ছিলেন মাহমুদ হাসান দেওবন্দির পিতামহ।[৯] মেহতাব আলী, মাসউদ আলী ও জুলফিকার আলী দেওবন্দি ছিলেন তার তিন পুত্র।[৯] তাদের মধ্য থেকে মেহতাব আলী ও জুলফিকার আলী দেওবন্দি ছিলেন দারুল উলুম দেওবন্দের সহ-প্রতিষ্ঠাতা।[১০] জুলফিকার আলীর ছেলে মাহমুদ হাসান দেওবন্দি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র।[১১]

কারামত হুসাইন[সম্পাদনা]

কারামত হুসাইন দেওবন্দে নিজ বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়।[১২] সেই মাদ্রাসাটির শিক্ষক ছিলেন মাহমুদ হাসান দেওবন্দির চাচা মেহতাব আলী।[১২] দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন হওয়া পর্যন্ত এই মাদ্রাসাটি কাজ চলমান ছিল। মুহাম্মদ কাসেম নানুতুবি মেহতাব আলীর তত্ত্বাবধানে সেখানে পড়াশোনা করেন।[১২]

কারামত হুসাইনের পুত্র নেহাল আহমদ দারুল উলুম দেওবন্দের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।[১৩] তিনি মুহাম্মদ কাসিম নানুতুবির শ্যালক ছিলেন।[১২] নেহালের ছেলে লতিফ আহমদের সাথে আশরাফ আলী থানভির বোনের বিয়ে হয়।[১২] জাফর আহমদ উসমানি ছিলেন লতিফ আহমদের পুত্র এবং থানভির ভাগ্নে।[১৪]

জাফর আহমদ উসমানি ১৯৪৭ সালে মুহাম্মদ আলী জিন্নাহ এবং অন্যান্য নিখিল ভারত মুসলিম লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকায় পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন।[৮]

মিয়াঁজী শুকরুল্লাহ[সম্পাদনা]

মুহাম্মদ শফি উসমানি'র পূর্বপুরুষদের মধ্যে অন্যতম ছিলেন মিয়াঁজী শুকরুল্লাহ। তার পরিবারটি নিজেদের উসমানি বংশোদ্ভূত দাবি করে, তবে তাদের বংশধারা উসমানি পরিবারের সাথে মিলেনা।[১৫] মুহাম্মদ রফি উসমানিমুহাম্মদ তাকি উসমানি উভয়েই মুহাম্মদ শফি উসমানির পুত্র, যিনি পাকিস্তান আন্দোলনের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন।[১৬]

মুহাম্মদ রফি উসমানির রচিত হায়াতে মুফতিয়ে আজম শিরোনামে প্রকাশিত তার পিতার জীবনীগ্রন্থে এই অসম্পূর্ণ বংশধারারটি উল্লেখ করেছেন,

মুহাম্মদ শফি ইবনে মুহাম্মদ ইয়াসিন ইবনে খলিফা তেহসিন আলী ইবনে ইমাম আলী ইবনে করিমুল্লাহ ইবনে খায়রুল্লাহ ইবনে শুকরুল্লাহ"।

[১৫] রফি উসমানির বর্ণনানুসারে, করিমুল্লাহ ১১৮৩ সালে দেওবন্দে আগমন করেন।[১৭] শফি উসমানির পিতা মুহাম্মদ ইয়াসিন উসমানি দারুল উলুম দেওবন্দের প্রাথমিক ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন।[১৮] ইয়াসিন উসমানির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আসগর হুসাইন দেওবন্দি, শাব্বির আহমদ উসমানি এবং সানাউল্লাহ অমৃতসরি ইত্যাদি।[১৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইকবাল আসিম, উবাইদ (২০০১)। মাওলানা জাফর আহমদ: হায়াত ও খিদমাত [মাওলানা জাফর আহমদ: জীবনী ও অবদান] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ৪৯। 
  2. কাসেমি, ইশতিয়াক আহমদ (ডিসেম্বর ২০১৭)। "মুফতিয়ে আজম হযরত মুফতি আজিজুর রহমান উসমানি: হায়াত ও খিদমাত" [মুফতি আজিজুর রহমান উসমানির জীবনী ও অবদান]। মাহনামায়ে দারুল উলুম (উর্দু ভাষায়)। দারুল উলুম দেওবন্দ১০১ (১২)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  3. রহমান, আবু উকাশা। তারিখ কে কাতিল। পৃষ্ঠা ৪৫। 
  4. কাসেমি, মুহাম্মদ তৈয়ব; বুখারি, আকবর শাহ (জুলাই ১৯৯৯)। ৫০ মিছালি শাখসিয়্যাত [৫০ জন দৃষ্টান্তমূলক ব্যক্তিত্ব] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ৫৮–৫৯। 
  5. মেহেদি, জামিল (নভেম্বর ১৯২৭)। আতিকুর রহমান উসমানি (১৯০১-১৯৮৪)মুফাক্কিরে মিল্লাত: বুরহান (উর্দু ভাষায়)। দিল্লি: নাদওয়াতুল মুসান্নিফীন। পৃষ্ঠা ৫০৬–৫০৭। 
  6. মেহেদি, ডক্টর তাবিশ (সেপ্টেম্বর ২০১০)। "ইয়াদরফ্তেগাঁ: শামস নাভেদ উসমানি (১৯২৭-১৯৯৩)" [স্মরণীকা: শামস নাভেদ উসমানি (১৯২৭-১৯৯৩)]। জিন্দেগী নও (উর্দু ভাষায়)। www.zindgienau.com। ২৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  7. কাসেমি, মুফতি আমানত আলী। "সিফতে ইনসান: মুফতি কাফিলুর রহমান নিশাত উসমানি" [মানবিক গুণাবলী: কাফিলুর রহমান নিশাত উসমানি]। জাহানে উর্দূ (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. শাহ, সৈয়দ (২০১৮-১১-২০)। "আসিয়া বিবি: পাকিস্তানি'স নিড টু ব্রিজ দ্য মিস্টার-মুল্লা ডিভাইড" [আসিয়া বিবি: পাকিস্তানিদের মিস্টার-মোল্লা বিভাজন দূর করতে হবে।]। ডেইলি টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ 
  9. খান, ইকবাল হাসান। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: হায়াত আওর ইলমি কারনামে [শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: জীবনী ও শিক্ষাগত অবদান]। পৃষ্ঠা ১১৫। 
  10. খান, ইকবাল হাসান। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: হায়াত আওর ইলমি কারনামে [শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: জীবনী ও শিক্ষাগত অবদান] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ১১৬। 
  11. খান, ইকবাল হাসান। শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: হায়াত আওর ইলমি কারনামে [শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান: জীবনী ও শিক্ষাগত অবদান]। পৃষ্ঠা ১১৯। 
  12. উবাইদ, ইকবাল আসিম (২০০১)। মাওলানা জাফর আহমদ: হায়াত আওর কারনামে [মাওলানা জাফর আহমদ: জীবনী ও অবদান] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ৫০। 
  13. মুহাম্মদ মিয়াঁ দেওবন্দি, উলামায়ে হক আওর উনকে মুজাহিদানা কারনামে, ১, পৃষ্ঠা ২২-২৩
  14. উবাইদ, ইকবাল আসিম (২০০১)। মাওলানা জাফর আহমদ: হায়াত আওর কারনামে [মাওলানা জাফর আহমদ: জীবনী ও অবদান] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ৫২। 
  15. উসমানি, মুহাম্মদ রফিহায়াতে মুফতিয়ে আজম [মুফতিয়ে আজমের জীবনী] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ১৫। 
  16. আলী, আসিম খান | ইমতিয়াজ (২০১৯-০৩-২২)। "Mufti Taqi Usmani survives assassination attempt in Karachi" [করাচিতে হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন মুফতি তাকি উসমানী]। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৭ 
  17. উসমানি, মুহাম্মদ রফিহায়াতে মুফতিয়ে আজম [মুফতিয়ে আজমের জীবনী] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ১৬। 
  18. উসমানি, মুহাম্মদ রফিহায়াতে মুফতিয়ে আজম [মুফতিয়ে আজমের জীবনী] (উর্দু ভাষায়)। পৃষ্ঠা ১৮। 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]