দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জ

স্থানাঙ্ক: ২৫°১১′৪৯″ উত্তর ৮৯°২১′৩৯″ পূর্ব / ২৫.১৯৬৯৪° উত্তর ৮৯.৩৬০৮৩° পূর্ব / 25.19694; 89.36083
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দরবস্ত
ইউনিয়ন
৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ
দরবস্ত রংপুর বিভাগ-এ অবস্থিত
দরবস্ত
দরবস্ত
দরবস্ত বাংলাদেশ-এ অবস্থিত
দরবস্ত
দরবস্ত
বাংলাদেশে দরবস্ত ইউনিয়ন, গোবিন্দগঞ্জের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১১′৪৯″ উত্তর ৮৯°২১′৩৯″ পূর্ব / ২৫.১৯৬৯৪° উত্তর ৮৯.৩৬০৮৩° পূর্ব / 25.19694; 89.36083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআ.র.ম. শরিফুল ইসলাম জর্জ (আওয়ামীলীগ)
আয়তন
 • মোট৩৫.১২ বর্গকিমি (১৩.৫৬ বর্গমাইল)
 ৮৬৭৯ একর
জনসংখ্যা (২০১১ আদমশুমারী)
 • মোট৩৭,৪৯০
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দরবস্ত ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৩০ সালে দরবস্ত গ্রামের মরহুম  মজিবর রহমান (বিএস সি) চেয়ারম্যান ছিলেন। তিনি তার গ্রামের নাম অনুসারে এই ইউনিয়নের নাম রাখেন দরবস্ত ।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

এই ইউনিয়নের গ্রামসমূহ:

  • দরবস্ত
  • হোসেনপুর
  • কালিতোলা
  • আখিরা-ফতেপুর
  • মাড়িয়া পাড়া
  • বগুলাগাড়ি
  • বালুপাড়া
  • সাতানা
  • কুটিপাড়া
  • রামনাথপুর
  • গোসাইপুর
  • গন্ধববাড়ি
  • দুরগাপুর
  • ছোট দুরগাপুর
  • বিশ্বনাথপুর
  • বিরিহামপুর
  • মিরুপাড়া
  • ছোট দূর্গাপুর
  • বিশুবাড়ি
  • ভানুসিংহ পুর
  • গোবিন্দপুর
  • নলডাংগা
  • চক
  • ছোট মাড়িয়া
  • গোবিনাথপুর

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

জনসংখ্যা ২০১১ আদমশুমারী

  • পুরষঃ ১৯০৬৩ জন
  • নারীঃ ১৮৪০৯ জন
  • মোটঃ ৩৭,৪৯০ জন

স্বাস্থ্য[সম্পাদনা]

০৬নং দরবস্ত ইউনিয়ন কমিনিটি ক্লিনিক সমুহের তালিকা ।

  • দরবস্ত খামারপাড়া কমিনিটি ক্লিনিক
  • বগুলাগাড়ী কমিনিটি ক্লিনিক (হরিতলা)
  • সাতানা বালুয়া কমিনিটি ক্লিনিক
  • বিশুবাড়ী কমিনিটি ক্লিনিক
  • রামনাথপুর কমিনিটি ক্লিনিক
  • ছোট দুর্গাপুর কমিনিটি ক্লিনিক
  • দূর্গাপুর-কালিতলা কমিনিটি ক্লিনিক

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠানের ধরনের তালিকাঃ [৩]

  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৬ টি
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ২৮ টি
  • দাখিল মাদ্রাসা ঃ ০২ টি
  • মহিলা কারিগারি কলেজঃ ০১ টি

উচ্চ বিদ্যালয় সমূহ:

  • কোমরপুর উচ্চ বিদ্যালয়
  • কালিতলা উচ্চ বিদ্যালয়
  • বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়
  • বগুলাগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
  • বিশুবাড়ি উচ্চ বিদ্যালয়
  • বিশুবাড়ি কারিগরি কলেজ

উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয় সমূহঃ

এছাড়াও দরবস্ত ইউনিয়নে বিভিন্ন সংস্থা যেমন- ইসলামী ফাউন্ডেশন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত শিশু শিক্ষা কার্য্যক্রম চালু রয়েছে। ব্র্যাক প্রাথমিক শিক্ষা কাযক্রম চালু আছে।

কৃষি[সম্পাদনা]

দরবস্ত ইউনিয়ন কৃষি নির্ভর একটি অঞ্চল। এখানকার মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উর্বর।

এখানে উল্লেখযোগ্য যে ফসল চাষাবাদ করা হয় তার তালিকাঃ

  • ধান
  • আলু
  • বেগুন
  • মরিচ
  • করলা
  • ভুট্টা
  • গম
  • আখ
  • ঢ়েড়স
  • টমেটো
  • পটল
  • কচু
  • ঝিঙা
  • কদা
  • কলা
  • পান
  • তামাক
  • শীতকালীন সব শাক-সবজি

অর্থনীতি[সম্পাদনা]

দরবস্ত ইউনিয়ন একটি কৃষি নির্ভর এলাকা। অর্থনীতি ৯০% কৃষি/ফসল আবাদ থেকে হয়।

কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • পলুপাড়া ব্রিজ
  • নিখিলের চর (করতোয়া নদী-ভানুসিংহপুর)
  • মরা নদীর ব্রীজ
  • ফারাজীপাড়া ১২ ভাগের পুকুর

মসজিদ তালিকা[সম্পাদনা]

মাসজিদের তালিকা[৪]

গ্রাম অনুযায়ি মসজিদের তালিকাঃ

  • অভিরামপুর
১ডাক্তার পাড়া জামে মসজিদ
২অভিরাম পুর নামা পাড়া জামে মসজিদ
৩ অভিরামপুর মন্ডল জামে মসজিদ
৪	অভিরাম পুর হাজি পাড়া জামে মসজিদ
৫	অভিরাম পুর খরাদি পাড়া জামে মসজিদ
  • দরবস্ত
৬	কোমর পুর হাট জামে মসজিদ	
৭	দরবস্ত কানি পাড়া জামে মসজিদ	
৮	চৌমাথা জামে মসজিদ
৯	মজিববর চেয়ারম্যান এর বাড়ী জামে মসজিদ
১০	খামার পাড়া জামে মসজিদ	
  • হোসেনপুর
১১	মজনু মাষ্টারের বাড়ী জামে মসজিদ	
১২	ছাবেদ ফকির এর  বাড়ী জামে মসজিদ
 দূর্গাপুর
১৩	মুষা মওলনার বাড়ী জামে মসজিদ
১৪	দুগা পুর জামে মসজিদ	
অন্যান্য
১৫	উত্তর সিংগা জামে মসজিদ	
১৬	গোপিনাথ পুর জামে মসজিদ
১৭	গোপিনাথ পুর জামে মসজিদ
১৮	সিংজানী গাউছা পাড়া জামে মসজিদ
১৯	হাজি পাড়া জামে মসজিদ	
২০	তেতুল তোলা জামে মসজিদ
২১	সরকার পাড়া জামে মসজিদ	দুগা পুর
২২	আখিরা ফতেপুর জামে মসজিদ	
২৩	আখিরাফতেপুর খাজামেলের বাড়ী জামে মসজিদ
২৪	আখিরাফতেপুর মজিবর এর বাড়ী জামে মসজিদ	
২৫	আখিরা ফতে পুর সরদার পাড়া জামে মসজিদ	
২৬	শিকশহর জামে মসজিদ
২৭	বরিহোসেন পুর জামে মসজিদ
২৮	ছোট মাড়িয়া জামে মসজিদ	
২৯	কেরানী বাড়ী জামে মসজিদ	
মাড়িয়া পাড়া
৩০ 	সাহেব বাড়ী জামে মসজিদ
৩১ 	মাড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ
    • মাড়িয়া মন্ডল পাড়া জামে মসজিদ
৩২	মাড়িয়া কুঠিপাড়া জামে মসজিদ	
৩৩	সাতানা বালুয়া জামে মসজিদ	
৩৪	সাতানা বালুয়া নয়াপাড়া জামে মসজিদ	
৩৫	সাতানা হুদরাপুর জামে মসজিদ
৩৬	 সাতানা বালুয়া হাজীপাড়া জামে মসজিদ	
৩৭	প্রধানপাড়া  জামে মসজিদ	
৩৮	শেখ পাড়া জামে মসজিদ
৩৯	নলডাঙ্গা পশ্চিম পাড়া জামে মসজিদ
৪০	নলডাঙ্গা গোবিন্দপুর জামে মসজিদ
৪১	বিরাহিম পুর জামে মসজিদ	
৪২	চক বিরাহিম পুর জামে মসজিদ	
৪৩	দক্ষিণ পাড়া জামে মসজিদ	
৪৪	আহম্মেদের এর বাড়ী জামে মসজিদ	
৪৫	ইদুর হাজির পাড়া জামে মসজিদ	
৪৬	সরকার পাড়া জামে মসজিদ
৪৭	বগুলাগাড়ী মহির মাস্টারের বাড়ী জামে মসজিদ	
৪৮	পুব পাড়া জামে মসজিদ	
৪৯	পুব পাড়া জামে মসজিদ	
৫০	উত্তর পাড়া জামে মসজিদ
৫১	মিয়াপাড়া জামে মসজিদ
৫২	মিয়াপাড়া জামে মসজিদ
৫৩	মিয়াপাড়া জামে মসজিদ	
৫৪	মিয়াপাড়া জামে মসজিদ
৫৫	হরিতোলা জামে মসজিদ
৫৬	নয়া পাড়া জামে মসজিদ
৫৭	নামা পাড়া জামে মসজিদ
৫৮	পশ্চিম বগুলাগাড়ী জামে মসজিদ  

৫৯	দরগা পাড়া জামে মসজিদ
৬০	ভুদলা পাড়া জামে মসজিদ
৬১	 চর পাড়া জামে মসজিদ
৬২	চরপাড়া জামে মসজিদ
৬৩	সাব গাছি হাতিয়া দহ জামে মসজিদ	
৬৪	সাব গাছি হাতিয়া দহ জামে মসজিদ
৬৫	সাব গাছি হাতিয়া দহ জামে মসজিদ	
৬৬	বিশুবাড়ী  জামে মসজিদ	
৬৭	বিশুবাড়ী  জামে মসজিদ	
৬৮	বালুয়া বাজার জামে মসজিদ
৬৯	সাব গাছি হাতিয়া দহ জামে মসজিদ
৭০	সাব গাছি হাতিয়া দহ জামে মসজিদ	
৭১ গন্ধর্বব বাড়ী আহলে হাদিস জামে মসজিদ 

আরো আনেক মসজিদের কাজ বাকী আছে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দরবস্ত ইউনিয়ন"dorbostoup.gaibandha.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  2. "গোবিন্দগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]