ইমতিয়ার শামীম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইমতিয়ার শামীম
জন্ম (1965-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
সিরাজগঞ্জ জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাঔপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক
ভাষাবাংলা
জাতীয়তাপাকিস্তানি (১৯৬৫-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-বর্তমান)
শিক্ষা প্রতিষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয়
ধরনউপন্যাস, ছোটগল্প
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

ইমতিয়ার শামীম (জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৬৫) একজন বাংলাদেশী লেখক ও সাংবাদিক।[১] তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক আমাদের সময়দৈনিক সমকালে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। গল্প ও উপন্যাসে তিনি নতুন স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছেন। কথাসাহিত্যে অবদানের জন্য ২০২০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[২][৩][৪]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইমতিয়ার শামীম ১৯৬৫ সালের ১৩ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রামগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওসমান চৌধুরী ও তার মাতার নাম হামিদা সুলতানা।[৫] তিনি সলপ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশুনা শেষ করেন।[৬] এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৭]

কর্মজীবন[সম্পাদনা]

শামীম ১৯৯১ সালের এপ্রিলে তৎকালীন দৈনিক আজকের কাগজের উপ-সম্পাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকণ্ঠ এবং দৈনিক আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক ২০০০-এর ডেপুটি এডিটর হিসেবেও কাজ করেছেন। বর্তমানে দৈনিক সমকালে কর্মরত আছেন।[৫] এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কলাম লিখে থাকেন।[৭]

প্রকাশিত বই[সম্পাদনা]

উপন্যাস[সম্পাদনা]

  • ডানাকাটা হিমের ভেতর (১৯৯৬)
  • আমরা হেঁটেছি যারা (২০০০)
  • অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর (২০০১)
  • চরসংবেগ
  • মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির (২০০৬)
  • তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই (২০০৮)
  • আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক (২০১০)
  • মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান (২০১২)
  • শাদা আগুনের চিতা (২০১৬)
  • নীল কৃষ্ণচূড়ার জন্মদিনে (২০১৮)
  • অন্তর্গত কুয়াশায় (২০১৮)
  • যারা স্বপ্ন দেখেছিল (২০২০)

গল্পগ্রন্থ[সম্পাদনা]

  • শীতঘুমে এক জীবন (১৯৯৬)
  • গ্রামায়নের ইতিকথা (২০০০)
  • আত্মহত্যার সপক্ষে (২০০১)
  • কয়েকটি মৃত মুনিয়া (২০০২)
  • মাৎস্যন্যায়ের বাকপ্রতিমা (২০০৫)
  • পাখিরা নাচবে না আর (২০১২)
  • শ্যামলতার মৃত্যুশিথান (২০১৪)
  • শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে (২০১৫)
  • যেখানে মৃত্যুনদী স্বপ্নসমুদ্র (২০১৮)
  • কাল অকাল (২০১৮)
  • গভীর দুপুরে সশস্ত্র নির্জন (২০২১)

কিশোরসাহিত্য[সম্পাদনা]

  • বোমকেট ডাক্তার (১৯৯৭)
  • নদী-স্বপ্নে কয়েক দিন (১৯৯৯)
  • ঋতুদের অভয়ারণ্যে (২০০০)
  • তাজউদ্দীন : নিঃসঙ্গ এক মুক্তিনায়ক (২০১০)
  • পাতার বাঁশি বাজে (২০১৫)
  • যে ভোরে শিউলি ঝরে (২০১৮)
  • সুখেদুখে বৃষ্টিনদী (২০২০)

প্রবন্ধ/সমালোচনা[সম্পাদনা]

  • যুদ্ধে উপেক্ষিত নীল নীল অপরাজিতা (২০০৬)
  • মূলত মানুষ, মূলত মানস (২০০৭)
  • শান্ত নিরপেক্ষ তত্বাবধায়ক সন্ত্রাস (২০০৮)
  • কখনও বৃষ্টিশেষে (২০১২)
  • মার্কেস: সঙ্গে নিঃসঙ্গে (২০১৮)

অন্যান্য[সম্পাদনা]

  • রক্তে জেগে ওঠে

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পাঠক ঠিকই নিজের পছন্দের বই খুঁজে নেয় : ইমতিয়ার শামীম"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন"দ্য ডেইলি স্টার। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"Bangla Tribune। ২০২১-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৫ 
  4. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলা একাডেমি ওয়েবসাইট 
  5. "ইমতিয়ার শামীম : স্বতন্ত্র ধারার লেখক"www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৭ 
  6. "পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম চৌধুরী ও ইমতিয়ার শামীম"দৈনিক প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৬। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  7. "ইমতিয়ার শামীম | মতামত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ জুন ২০১৩। ১০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  8. "জীবনানন্দ পুরস্কার '১৪ পেলেন খালেদ হোসাইন ও ইমতিয়ার শামীম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ ফেব্রুয়ারি ২০১৪। ৩০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  9. "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন ৩৯ শিশু সাহিত্যিক"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৭ 
  10. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২১। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]