২০২৪ কোপা আমেরিকা গ্রুপ সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০২৪ কোপা আমেরিকা গ্রুপ সি-এর সকল ম্যাচ ২০২৪ সালের ২৩শে জুন হতে ১লা জুলাই তারিখ পর্যন্ত টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম, জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, নিউ জার্সির পূর্ব রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম, মিসৌরির ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম এবং ফ্লোরিডার অরল্যান্ডোর ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এই গ্রুপে এই আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[১][২]

দল[সম্পাদনা]

অব দল পাত্র কনফেডারেশন পদ্ধতি অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য[ক] র‍্যাঙ্কিংয়ে অবস্থান
নভেম্বর ২০২৩[খ] জুন ২০২৪[গ]
সি১  মার্কিন যুক্তরাষ্ট্র কনকাকাফ লিগ এ-এর সেমি-ফাইনালে অংশগ্রহণ ৫ম ২০১৬ চতুর্থ স্থান (১৯৯৫, ২০১৬) ১২
সি২  উরুগুয়ে কনমেবল স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ ৪৬তম ২০২১ বিজয়ী (১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩,
১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬,
১৯৫৯ (ইকুয়েডর), ১৯৬৭, ১৯৮৩,
১৯৮৭, ১৯৯৫, ২০১১)
১১
সি৩  পানামা কনকাকাফ লিগ এ-এর সেমি-ফাইনালে অংশগ্রহণ ২য় ২০১৬ গ্রুপ পর্ব (২০১৬) ৪১
সি৪  বলিভিয়া কনমেবল স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ ২৯তম ২০২১ বিজয়ী (১৯৬৩) ৮৫

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. এই অবস্থানগুলো ২০২৩ সালের নভেম্বর মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং নভেম্বর মাসে এই আসরের চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  3. এই অবস্থানগুলো ২০২৪ সালের জুন মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং জুন মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 মার্কিন যুক্তরাষ্ট্র (H) নকআউট পর্বে উত্তীর্ণ
 উরুগুয়ে
 পানামা
 বলিভিয়া
প্রথম খেলা ২৩ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: কনমেবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

১৬ দলের পর্বে,[২]

  • গ্রুপ সি-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ সি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ ডি-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।

ম্যাচ[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া[সম্পাদনা]

উরুগুয়ে বনাম পানামা[সম্পাদনা]

পানামা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র[সম্পাদনা]

উরুগুয়ে বনাম বলিভিয়া[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে[সম্পাদনা]

বলিভিয়া বনাম পানামা[সম্পাদনা]

শাস্তিমূলক পয়েন্ট[সম্পাদনা]

গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 মার্কিন যুক্তরাষ্ট্র
 উরুগুয়ে
 পানামা
 বলিভিয়া

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CONMEBOL Copa América 2024 Group Stage Draw Results"copaamerica.com। CONMEBOL। ডিসেম্বর ৭, ২০২৩। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০২৩ 
  2. "2024 Copa América Match Schedule" (পিডিএফ)। CONMEBOL। ডিসেম্বর ৭, ২০২৩। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০২৩ 
  3. "All set! The CONMEBOL Copa América 2024 schedule is here"। CONMEBOL। ডিসেম্বর ৭, ২০২৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]