বিষয়বস্তুতে চলুন

শুভেন্দু অধিকারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুভেন্দু অধিকারী
২০২৪ সালে শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা
কাজের মেয়াদ
১০ই মে ২০২১ - বর্তমান
পূর্বসূরীআব্দুল মান্নান
সংসদীয় এলাকানন্দীগ্রাম
নন্দীগ্রামের আসনের পশ্চিমবঙ্গের বিধানসভা সদস‍্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ মে ২০১৬
পূর্বসূরীফিরোজা বিবি
সংসদীয় এলাকানন্দীগ্রাম
তমলুকের জন্য ভারতের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৬ মে ২০০৯ – ১৯ মে ২০১৬
পূর্বসূরীলক্ষ্মণ চন্দ্র শেঠ
উত্তরসূরীদিব‍্যেন্দু অধিকারী
কাঁথি দক্ষিণের বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস‍্য
কাজের মেয়াদ
১২ মে ২০০৬ – ১৬ মে ২০১৬
পূর্বসূরীশিশির অধিকারী
উত্তরসূরীদিব‍্যেন্দু অধিকারী
পরিবেশ মন্ত্রী পশ্চিম বঙ্গ
কাজের মেয়াদ
জুন ২০১৮ – ২৭ নভেম্বর ২০২০
পূর্বসূরীশোভন চট্টোপাধ্যায়
উত্তরসূরীমমতা বন্দ্যোপাধ্যায়
পরিবহন মন্ত্রী,পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
২৭ মে ২০১৬ - ২৭ নভেম্বর ২০২০
পূর্বসূরীসুভাষ চক্রবর্তী
উত্তরসূরীমমতা বন্দ্যোপাধ্যায়
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-12-15) ১৫ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
জাতীয়তাভারত ভারতীয়
রাজনৈতিক দল

(২০২০ - বর্তমান)

(২০০০ - ২০২০)

বাসস্থানকাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
প্রাক্তন শিক্ষার্থীপ্রভাত কুমার কলেজ
জীবিকারাজনীতিবিদ
ব্যবসায়ী
ধর্মহিন্দু

শুভেন্দু অধিকারী (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৭০) একজন ভারতীয় রাজনীতিবিদ। ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের বর্তমান নেতা। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত কন্টাই দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) থেকে এবং ২০২১ সাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য।

তিনি এর আগে পশ্চিমবঙ্গ সরকারের ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত পরিবহণ, ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত সেচ ও জলসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তমলুক থেকে লোকসভার সদস্য এবং ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সদস্য ছিলেন। সংসদ সদস্য এবং মনমোহন সিং সরকারের প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীর ছেলে।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

রাজনৈতিক কর্মজীবন[সম্পাদনা]

কাঁথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীন নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অধীনে তিনি সরকারি রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিরোধিতা করেন এবং উক্ত অঞ্চলের অধিবাসীদের আন্দোলন সংগঠিত করে তোলেন।[১] ২০০৭ সালের নন্দীগ্রাম গণহত্যার পর তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রভাবশালী সিপিআই (এম)-নেতা লক্ষ্মণ শেঠকে ১.৭৩ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[২]

২০০৯ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হলফনামা অনুসারে, সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা ছিল। তারপরে তিনি তখন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী ছিলেন। ২৭ নভেম্বর ২০২০ সালে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন। এরপর ১৬ ডিসেম্বর তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আর তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৭ ডিসেম্বর তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সমস্ত সদস্যতা ছেড়ে দেন।[৩] ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হন।

নির্বাচনী ইতিহাস[সম্পাদনা]

  • ১৯৯৫ : কন্টাই পৌরসভায় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন
  • ২০০৬ : AITC-এর সদস্য হিসাবে কাঁথি দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত ।
    • লোকসভায় যোগ দিতে মধ্যবর্তী মেয়াদে পদত্যাগ করেছেন
  • ২০০৯ : তমলুক (লোকসভা কেন্দ্র) থেকে লোকসভায় নির্বাচিত , AITC (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) এর সদস্য
  • ২০১৪ : তমলুক (লোকসভা কেন্দ্র) থেকে লোকসভায় নির্বাচিত
    • বিধানসভায় যোগ দিতে মধ্যবর্তী মেয়াদে পদত্যাগ করেছেন
  • ২০১৬ : পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত, নন্দীগ্রাম (বিধানসভা কেন্দ্র) , AITC-এর সদস্য
  • ২০২১ : নন্দীগ্রাম (বিধানসভা কেন্দ্র) থেকে মমতাকে হারিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন , বিজেপির সদস্য

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dutta, Indrani। "Like father, like son"The Hindu, 5 May 2009.। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-৩০ 
  2. "Nandigram swings two seats in East Midnapore in Trinamool's favour"Indian Express 17 May 2009। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-৩০ 
  3. ""শেষমেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূল কংগ্রেসও ছাড়লেন শুভেন্দু অধিকারী" 

বহিঃসংযোগ[সম্পাদনা]